অন্যান্যখবরটাকা-পয়সা

পোস্ট অফিসের নতুনএই স্কিম অনুযায়ী প্রতি মাসে ১০০০ টাকা বিনিয়োগ করে পাঁচ বছরে কত টাকা রিটার্ন পাবেন জেনে নিন।

ব্যাঙ্ক ব্যতীত অর্থ বিনিয়োগের সেরা মাধ্যম হলো পোষ্ট অফিস। খুল কম টাকা অর্থাৎ মাত্র ১০০ টাকা বিনিয়োগ করেই পেতে পারেন অনেক স্কিমের সুযোগ। এই ক্ষেত্রে সবথেকে লাভজনক হলো রেকারিং স্কিম। মাত্র ১০০ টাকা দিয়েই শুরু করতে পারেন রেকারিং ডিপোজিট স্কিম।বিনিয়োগ মানেই মোটা টাকা ঢালতে হবে, তা কিন্তু নয়।

এই স্কিমের ক্ষেত্রে গ্রাহক যে অর্থ দিয়ে এই ডিপোজিট অ্যাকাউন্টটি খুলবেন, প্রতি মাসে তাঁকে সেই পরিমাণ অর্থই বিনিয়োগ করে যেতে হবে অর্থাৎ গ্রাহক যদি ১০০ টাকার বিনিয়োগে এই রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টটি খুলে থাকেন তাহলে ৫ বছর পর্যন্ত তাঁকে সেই অর্থই বিনিয়োগ করে যেতে হবে। কারণ এই স্কিমের মেয়াদ হলো ৫ বছর

বর্তমানে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট অর্থাৎ RD তে সুদ দেয় ৬.৭ শতাংশ হারে। অর্থাৎ কেউ যদি ৫ বছর মেয়াদে ১০০০ টাকা বিনিয়োগ করেন তবে তিনি পাঁচ বছর পরে ১২ হাজার টাকা বিনিয়োগ করবেন এবং ৬.৭ শতাংশ হারে সুদ হিসেবে জমা হবে ১১,৩৬৯ টাকা। সুদ এবং আসল মিলিয়ে তিনি রিটার্ন পাবেন ৭১,৩৬৯ টাকা

একইভাবে যদি কোনো গ্রাহক প্রতি মাসে ২০০০ টাকা বিনিয়োগ করেন তাহলে বছরে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ২৪ হাজার টাকা এবং পাঁচ বছরে ১,২০,০০০ টাকা। সুদ হিসেবে পাবেন ২২,৭৩২ টাকা। অর্থাৎ গ্রাহক রিটার্ন হিসেবে ১,৪২,৭৩২ টাকা পাবেন

যদি গ্রাহক ৩ হাজার টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে বছরে তাঁর মোট বিনিয়োগ দাঁড়াবে ৩৬ হাজার টাকা এবং পাঁচ বছরে ১,৮০,০০০ টাকা এবং ৩৪,০৯৭ টাকা সুদ হিসেবে মিলবে। অর্থাৎ রিটার্ন পাবেন ২,১৪,০৯৭ টাকা।

গ্রাহক পাঁচ বছরে ৫ হাজার টাকা বিনিয়োগ করলে বছরে ৬০ হাজার এবং পাঁচ বছরে ৩ লাখ টাকা মোট বিনিয়োগ হবে। এরসাথে মিলবে ৬.৭ শতাংশ হারে মোট সুদ অর্থাৎ রিটার্ন দাঁড়াবে ৩,৫৬,৮৩০ টাকা

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker