HS Exam 2023 Do’s and Dont’s: উচ্চমাধ্যমিক পরীক্ষায় এই নিয়মগুলি মানতেই হবে নইলেই বিপদ!
১৪ই মার্চ, মঙ্গলবার থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুরু হচ্ছে সকাল ১০ টা থেকে এবং চলবে দুপুর ১:১৫ পর্যন্ত। উচ্চমাধ্যমিক পরীক্ষার পূর্বে অনেক নির্দেশিকা জারি করা হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফে এবং আজ আমরা এই প্রতিবেদনের মাধ্যমে সেই নির্দেশিকায় কি কি বলা আছে অর্থাৎ পরীক্ষার্থীদের কী কী নিয়ে যেতে হবে, কি করতে হবে সেই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। (HS Exam 2023 Do’s and Dont’s)
কোন কোন বিষয় মাথায় রাখতে হবে পরীক্ষার্থীদের:
i) পরীক্ষাকেন্দ্রে প্রবেশকালে অবশ্যই নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট। প্রতিটি পরীক্ষায় ‘অ্যাটেনডেন্স কাম সিগনেচার রোল’-এ স্বাক্ষর করতে হবে পড়ুয়াদের।
ii) প্রথম দিন পরীক্ষা দিতে যাবার সময় কমপক্ষে এক ঘন্টা আগে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের। সকাল ৯টার মধ্যে প্রবেশ করতে বলা হয়েছে পর্ষদ প্রেরিত নির্দেশিকায়। এরপর থেকে সমস্ত পরীক্ষায় আধ ঘন্টা আগে পৌঁছলেই হবে।
iii) পরীক্ষা শুরুর সময় হলো সকাল ১০টা আর এই সময়ের অন্তত ১০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রের নির্দিষ্ট কক্ষে, নির্দিষ্ট স্থানে ছাত্র/ছাত্রীকে বসে যেতে হবে।
iv) পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা পেন, পেনসিল, ইরেজার, শার্পনার, ইনস্ট্রুমেন্ট বক্স ইত্যাদি জরুরি জিনিস আনতে পারবেন।
v) যে ক্যালকুলেটরে ত্রিকোণামিতি, লগ এবং এক্সপোনেনশিয়াল ফাংশন থাকবে, পরীক্ষার্থীরা সেই ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।
v) দুপুর ১২:৪৫ এর আগে কোনো পরীক্ষার্থী খাতা অর্থাৎ উত্তরপত্র জমা দিতে পারবেন না। এর আগে কেন্দ্রের বাইরেও যেতে পারবেন না কোনো পরীক্ষার্থী অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার ৩০ মিনিট আগে থেকে উত্তরপত্র জমা দিয়ে কেন্দ্রের বাইরে বেরোনো যাবে।
vi) পরীক্ষার কেন্দ্রে কোনোভাবেই মোবাইল অথবা কোনো ইলেকট্রনিক্স যন্ত্র নিয়ে প্রবেশ করা যাবেনা। থাকবে তল্লাশি, মেটাল ডিটেক্টর এবং অত্যাধুনিক যন্ত্র RFD! ধরা পড়লেই সেই শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল হবে এবং জীবনে কোনোদিনই আর সে পরীক্ষা দিতে পারবেনা।
vii) পরীক্ষা শুরুর একঘন্টার আগে কোনো পরীক্ষার্থী কক্ষের বাইরে যেতে পারবেন না। একঘন্টা পর থেকে তিনি নিজের স্থানে প্রশ্ন এবং উত্তরপত্র রেখে বাইরে যেতে পারেন কক্ষের।
viii) ট্রান্সপ্যারেন্ট অথবা কাঠের ক্লিপবোর্ড ব্যবহার করা যাবে। ক্লিপবোর্ড ব্যবহার করলেও তাতে যেনো কোনো লেখা না থাকে।
ix) পরীক্ষায় কোনো পরীক্ষার্থী কোনোরকম অসৎ উদ্দেশ্য সাধন করতে চাইলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
-Written by Riya Ghosh