SSC CGL 2022: প্রকাশিত হলো Tier-II পরীক্ষার Answer Key! কিভাবে চেক করবেন জেনে নিন।
SSC অর্থাৎ Staff Selection Commission এর তরফ থেকে প্রকাশিত হলো CGL অর্থাৎ Combined Graduate Level Examination এর Tier-II এর অ্যানসার কি। পরীক্ষার্থীরা SSC এর অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in এ গিয়ে চেক করতে পারেন। কিভাবে চেক করবেন তা বিস্তারে জানানো হলো এই প্রতিবেদনে।
Answer Key চেক কিভাবে করবেন:
- i) সবার প্রথমে SSC এর অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in এ যেতে হবে সকল পরীক্ষার্থীকে।
- ii) এবার CGL Tier-II 2022 এর অ্যানসার কি ও রেসপন্স শিট দেখার লিঙ্কে ক্লিক করতে হবে।
- iii) এরপরে একটি pdf ডাউনলোড করার অপশন পাবেন। সেটিতে ক্লিক করে pdf ডাউনলোড করুন।
- iv) Pdf টি এবার খুলে সেখানে অ্যানসার কি দেখার লিঙ্কে ক্লিক করুন।
- v) এবারে আপনার লগইন ডিটেইলস দিয়ে সাবমিট করুন।
- vi) এরপরে আপনার সামনে ফুটে উঠবে অ্যানসার কি এর স্ক্রিনটি।
- vii) সবশেষে এবার সেই অ্যানসার কি ডাউনলোড করে প্রিন্ট করে নিন।
এই অ্যানসার কি নিয়ে কারো কোনো দ্বিমত থাকলে চ্যালেঞ্জ করতে পারেন পরীক্ষার্থীরা। এই সময়ের পরে আর চ্যালেঞ্জ করলেও তা গ্রাহ্য হবেনা।
চ্যালেঞ্জ জানাবার দিন:
চ্যালেঞ্জ জানানো যাবে আগামী ১৪ই মার্চ থেকে ১৭ই মার্চ, সন্ধ্যে ৬টা পর্যন্ত। প্রশ্নপিছু ১০০/- টাকা ধার্য করা হয়েছে।
পরীক্ষাটি হয়েছিল গত ২রা মার্চ-৭ই মার্চ অবধি। দেশের বিভিন্ন প্রান্তের প্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
আরো বিস্তারিত জানতে SSC এর অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in এ চোখ রাখুন।
-Written by Riya Ghosh