ASHA Vacancy: রাজ্যে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন পদ্ধতিসহ সমস্ত তথ্য বিস্তারিত জানুন।
পশ্চিমবঙ্গের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে আশা কর্মী (ASHA Karmi) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনপদ্ধতি, যোগ্যতা ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানতে পড়ুন প্রতিবেদনটি।
Employment No:
1065/K.M.P-1
পদের নাম:
আশাকর্মী(ASHA Worker)
শূন্যপদের সংখ্যা:
১টি।
শিক্ষাগত যোগ্যতা:
i) প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নূন্যতম মাধ্যমিক (Madhyamik) বা সমতুল্য কোনো পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে।
ii) আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের এবং ব্লকের বাসিন্দা হতে হবে।
বয়সসীমা:
i) আবেদনকারীকে অবশ্যই ৩০ থেকে ৪০ বছরের মধ্যে বয়সী হতে হবে।
ii) তফসিলি জাতির হলে ২২ বছর বয়সী হলেই প্রার্থী আবেদন করতে পারবেন।
মাসিক বেতন:
রাজ্য সরকারের সর্বশেষ সুপারিশ অনুযায়ী আশা কর্মীদের মাসিক বেতন হলো ৫,৫০০ টাকা।
আবেদন পদ্ধতি:
i) আবেদন করতে হবে অফলাইনে(Offline)।
ii) আবেদনকারীকে সবার আগে nadia.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে আবেদনের পত্রটি ডাউনলোড (Download) করে সেটি ঠিকভাবে পূরণ করে নিতে হবে।
iii) আবেদনপত্রটি পূরণ করার পরে প্রার্থীকে নিজের ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তরে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ:
২৬শে মে, ২০২৩ সাল
Important Links:
Official Website: Click Here
Official Notification: Download Now
-Written by Riya Ghosh