চাকরির-খবর

ইসরোতে একাধিক পদে চাকরির সুযোগ! মাস গেলে মিলবে মোটা টাকার বেতন, জানুন বিস্তারিত।

বর্তমানে সকল ভারতীয়র গর্বের বিষয় ইসরো। কারণটা মোটামুটি সবার জানা। সম্প্রতি চাঁদে পাড়ি জমিয়েছে ইসরোর চন্দ্রযান-3! যথেষ্টই গর্বের বিষয় এটি। সেই ISRO তথা Indian Space Research Space Organization তে অনেকেই চাকরি করার স্বপ্ন দেখেন। যদি আপনিও তাদের মধ্যে একজন হয়ে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর। (ISRO Recruitment)

সম্প্রতি Indian Space Research Organization এর তরফে প্রকাশিত হয়েছে একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি।মাস গেলে পাবেন মোটা টাকার মাইনে। অনেকগুলি পদে হতে চলেছে এই নিয়োগ। আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম:

i)Catering Supervisor
ii) Nurse B
iii) Pharmacist A
iv) Radiographer A
v) Lab Technician A
vi) Lab Technician A (Dental Hygienist)
vii) Assistant (Rajbhasha)
viii) Cook
ix) Light and Heavy Vehicle Driver
x) Fireman A

বয়সসীমা:

i) Catering Supervisor, Nurse B, Pharmacist A, Radiographer A, Lab Technician, Cook, Light and Heavy Vehicle Driver পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে।
ii) যেসব প্রার্থী Assistant পদের জন্য আবেদন করতে চান, তাঁদের ক্ষেত্রে প্রার্থীর বয়স 28 বছরের মধ্যে বয়স হতে হবে।
iii) Fireman পদে আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ 25 বছরের মধ্যে।

যোগ্যতা:

i) Catering Supervisor:
a) এই পদে আবেদনের জন্য Catering বিষয়ে Diploma করে থাকতে হবে প্রার্থীকে।
b) সংশ্লিষ্ট কাজের বিষয়ে প্রার্থীর নুন্যতম 3 বছরের কাজের অভিজ্ঞতা (Experience) থাকতে হবে।
c) হোটেল ম্যানেজমেন্টে Post Graduate Diploma এবং দুই বছরের অভিজ্ঞতা (Experience) থাকা প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

ii) Nursing:
a) এই পদের জন্য আবেদনকারীকে সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে অন্তত তিন বছরের Nursing Course এ First Class Diploma করে থাকতে হবে।
iii) অন্যান্য পদের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন যোগ্যতার মাপকাঠি। বিশদে জানতে চাইলে পড়তে হবে প্রকাশিত বিজ্ঞপ্তিটি।

মাসিক বেতন:

i) Catering Supervisor- Rs.50,268
ii) Nurse B- 63,758 Rs
iii) Pharmacist A- 41,464 rupees
iv) Radiographer A, Lab Technician A, Assistant- Rs.36,210
v) Cook, Light and Heavy Vehicle Driver A, Fireman- Rs.28,258

আবেদন ফি:

i) প্রাথমিকভাবে General Category ভুক্ত প্রার্থীদের 700 টাকা জমা দিতে হবে। যার মধ্যে 250 টাকা কেটে 500 টাকা পরবর্তীকালে ফেরত দেওয়া হবে।
ii) মহিলা এবং সংরক্ষিত বিভাগের (Female Candidates and Candidates of Reserved Category) প্রার্থীদের পুরো টাকাই ফেরত দেওয়া হবে।

নির্বাচন পদ্ধতি:

i) Written Test
ii) Skill Test
এর মাধ্যমে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের।
এছাড়াও প্রাথমিকভাবে শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) এবং অন্যান্য বিষয়ের উপরেও বাছাই করা হবে।

আবেদন পদ্ধতি:

i) প্রার্থীদের প্রথমে ISRO এর ওয়েবসাইটে (Website) যেতে হবে।
ii) এবার ‘Homepage’ থেকে সংশ্লিষ্ট বিভাগে যেতে হবে এবং বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে (Online) আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদন শুরু:

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া।

আবেদন শেষ:

আগামী 24 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা।

এই বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য ISRO এর Website এ গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker