Didi No. 1 Audition: জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নং-১’ এ অডিশন দিয়ে প্রতিযোগী হবেন কিভাবে জানুন।
সবার প্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় পরিচালিত অনুষ্ঠান জনপ্রিয় ‘দিদি নং-১’ এ অংশগ্রহণ করার নিয়মাবলীগুলি ঠিক কী কী? কোন প্রক্রিয়ায় এখানে অংশ নেওয়া যায় ও প্রতিযোগী হিসেবে যাওয়া যায় সেই বিষয়ে বিস্তারিত জানতে আজকের এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়ুন।
‘দিদি নং-১’ বর্তমানে খুবই জনপ্রিয় এই অনুষ্ঠানের জন্য দিনের এক ঘন্টা বাঁচিয়ে রাখেন অনেকেই। এক ঘন্টা ধরে চলে অনেক খেলা এবং প্রশ্নোত্তর পর্ব। জয়লাভ করলে অনেক পুরস্কার পান প্রতিযোগী। এই প্রতিযোগিতায় অংশ নিতে তাই অনেকেই আগ্রহী থাকেন।
কয়েকটি সহজ উপায় অবলম্বন করলেই কিন্তু ‘দিদি নং-১” এর জন্য রেজিস্ট্রেশন করা সম্ভব। এক একটা এপিসোড টেলিকাস্ট করার সময়ই কিন্তু টেলিভিশনের পর্দায় নীচে অডিশন সম্পর্কিত যাবতীয় তথ্য দেওয়া হয় অর্থাৎ আপনার বায়োডেটা কোনও নির্দিষ্ট নম্বর বা ইমেল মারফত পাঠাতে হবে কিনা তা জানিয়ে দেওয়া হয় এপিসোডগুলিতেই। তাই টিভির পর্দায় চোখ রাখলেই হবে।
শুধু টিভি নয়, জি বাংলার নিজস্ব অ্যাপ Zee5 এও আপনি দেখতে পারবেন এপিসোডগুলি, দিনের যেকোনো সময়ে। এপিসোডগুলির দিকে নজর রাখলেই হবে।
এই প্রসঙ্গে জি বাংলার এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত একজন কর্মী বলেন যে, অনুষ্ঠান টেলিকাস্টের সময় টিভি চ্যানেলে যে তথ্য দেওয়া হয় সেগুলি অনুসরণ করে নিজের বায়োডেটা জমা দিতে হয় এবং তাঁদের মধ্যে থেকেই অডিশনে ডাকা হয়। অডিশনে সিলেক্ট হলেই তিনি প্রতিযোগী হিসেবে এই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।
এর সাথেই তিনি সতর্ক করে বলেন যে, “অন্য কোনও প্ল্যাটফর্ম থেকে ফোন করে যদি ‘Didi No 1’-এর রেজিস্ট্রেশনের জন্য টাকা চায় তাহলে তা কখনই দেবেন না। এই অনুষ্ঠানে রেজিস্ট্রেশনের জন্য কোনও অর্থ দিতে হয় না। ফলে কেউ যদি ‘Didi No 1’-এ যাওয়ার সুযোগ দেওয়ার জন্য টাকা প্রয়োজন সেক্ষেত্রে বুঝতে হবে সে মিথ্যা বলছে।”
তবে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে গেলে যা যা লাগবে সেগুলি হলো:
১) একটি যেকোনো পরিচয়পত্রের জেরক্স(আধার বা ভোটার কার্ড)
২) পাসপোর্ট সাইজের ফটো
৩) বৈধ ফোন নম্বর ও ই-মেল
বর্তমানে সঞ্চালিকা হিসেবে আছেন রচনা বন্দ্যোপাধ্যায় আর এই মুহূর্তে নবম সিজনেও রমরমিয়ে চলছে এই অনুষ্ঠান।
– Written by Riya Ghosh