কেন্দ্রীয় সরকারের তরফে বিনামূল্যে প্রশিক্ষণ! প্রতিমাসে স্টাইপেন্ড ৯ হাজার টাকা।
পশ্চিমবঙ্গ তথা সারাদেশের সমস্ত চাকরিপ্রার্থীদের (Job Seekers) জন্য খুশির খবর। কেন্দ্রীয় সরকারের সুযোগ দিচ্ছে বিনামূল্যে প্রশিক্ষণের (Free Training) সুযোগ। উপরন্তু প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ৯ হাজার টাকা করে Stipend পাবেন প্রার্থীরা। এর সঙ্গেই প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট পাওয়া যাবে কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফ থেকে। কোন বিষয়ের ওপরে প্রশিক্ষণ দেওয়া হবে এবং কতদিন ধরে দেওয়া হবে প্রশিক্ষণ সেসব বিষয়ে বিস্তারিত জানালো হলো এই প্রতিবেদনে। (Free training by Central Govt.)
কোন প্রতিষ্ঠানের অধীনে দেওয়া হবে এই প্রশিক্ষণ(Training)?
কেন্দ্রীয় সরকারের (Central Government) অধীনে থাকা National Medical Library এর তরফ থেকে দেওয়া হবে এই প্রশিক্ষণ (Training) এবং সেই বিষয়ে সংস্থার তরফে একটি বিজ্ঞপ্তি (Notification) প্রকাশিত হয়েছে।
প্রার্থীদের কোন বিষয়ে দেওয়া হবে প্রশিক্ষণ(Training)?
প্রকাশিত বিজ্ঞপ্তিতে (Notification) বলা হয়েছে যে প্রার্থীদের লাইব্রেরি বিষয়ক প্রশিক্ষণ (Training about Library) দেওয়া হবে। লাইব্রেরী ট্রেনি (Library Trainee) হিসেবে পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে।
কতদিন ধরে চলবে এই প্রশিক্ষণ?
এই প্রশিক্ষণের সময়সীমা (Training Duration) হলো ১ বছর।
এই পদের প্রশিক্ষণের জন্য মোট কতজনকে নিয়োগ করা হবে?
এই পদে প্রশিক্ষণের জন্য মোট ৯ জনকে নিয়োগ (Recruit) করা হবে।
নির্বাচিত প্রার্থীদের বৃত্তি হিসেবে প্রতিমাসে কত টাকা দেওয়া হবে?
ট্রেনিং চলাকালীন (During Training) প্রতিমাসে ৯ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে প্রার্থীকে।
শিক্ষাগত যোগ্যতা:
- i) Library Trainee পদে আবেদন করার জন্য আবেদনকারীকে Bachelor in Library অথবা Diploma in Library Science বিষয়ে কোর্স করে থাকতে হবে।
- ii) এরই সঙ্গে Library Software সম্পর্কে দক্ষতা থাকলে তিনি অগ্রাধিকার পাবেন।
নিয়োগ প্রক্রিয়া:
নির্বাচন করা প্রার্থীকে প্রথমে দিতে হবে Written Test অর্থাৎ লিখিত পরীক্ষা। উত্তীর্ণ প্রার্থীকে দেওয়া হবে প্রশিক্ষণের সুযোগ।
প্রশিক্ষণ শেষ হওয়ার পরে প্রার্থীদের দেওয়া হবে শংসাপত্র(Certificate)। পাশাপাশি প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ৯ হজার টাকা করে বৃত্তি দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ:
আগামী ১০ জুলাই।
আরো বিস্তারিত জানতে হলে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) দেখতে পারেন।
-Written by Riya Ghosh