আজ থেকে শুরু হয়েছে এপ্রিল মাস। নতুন মাস শুরু হবার সাথে সাথে সকল ছাত্রছাত্রী এমনকি শিক্ষকদেরও চোখ থাকে ক্যালেন্ডারে, ছুটির তালিকা(Holiday List) দেখার জন্য। ছুটির স্বাদ পেতে চান সকলেই।
আসলে রোজকার বাঁধাগড়া নিয়মের বাইরে একটু ছুটির অবকাশ সকলের জীবনেই এক পশলা বৃষ্টির মতো। তাহলে আসুন জেনে নেওয়া যাক যে এই মাসে কবে কবে ছুটি থাকবে? কবে কোন উৎসব আছে?
ছুটির দিনগুলি সাধারণত প্রতি রাজ্যের তথা বোর্ডের একাডেমিক ক্যালেন্ডারের উপর ভিত্তি করে নির্ধারিত হয় এবং সারা বছর ধরে এই তালিকার বাইরেও জরুরি কারণবশত ছুটি ঘোষণা করা যেতে পারে।
- ৯ এপ্রিল, ২০২৪ (মঙ্গলবার): চৈত্র সুখলদি/উগাদি/গুড়ি পাদওয়া
- ১১ এপ্রিল, ২০২৪ (বৃহস্পতিবার): ইদ-উল-ফিতর (অস্থায়ী)
- ১৩ এপ্রিল, ২০২৪ (শনিবার): বৈশাখী
- ১৪ এপ্রিল, ২০২৪ (রবিবার): পয়লা বৈশাখ ও আম্বেদকর জয়ন্তী
- ১৭ এপ্রিল, ২০২৪ (বুধবার): রাম নবমী
- ২১ এপ্রিল, ২০২৪ (রবিবার): মহাবীর জয়ন্তী
উপরোক্ত ছুটির দিন ছাড়াও স্কুল এবং কলেজগুলো কোনো প্রয়োজনে ছুটি ঘোষণা করতেই পারে।
-Written by Riya Ghosh