Lakshmir Bhandar: বাড়িতে বসে লক্ষ্মীর ভাণ্ডারের লিস্ট কীভাবে চেক করবেন জেনে নিন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ‘মমতা বন্দ্যোপাধ্যায়’ (Mamata Bandopadhyay) মহাশয়া সাধারণ মানুষের জন্য অনেক কিছু করেছেন এবং করে চলেছেন। সাধারণ মানুষের জন্য তিনি অনেক প্রকল্প তৈরি করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘লক্ষ্মীর ভাণ্ডার'(Lakshmir Bhandar)!
মুখ্যমন্ত্রীর তরফে রাজ্যের সকল ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার (Lakhsmir Bhandar) প্রকল্পের সূচনা করা হয় ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে। এই প্রকল্প প্রধানত মহিলাদের জন্যই এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সকল মহিলাদের আর্থিক সহায়তা দান করার উদ্দেশ্য নিয়েই এই প্রকল্পের সূচনা করেন তিনি।
লক্ষ্মী ভাণ্ডার ছাড়াও স্বাস্থ্যসাথী কার্ডেরও (Swasta Saathi Card) সূচনা করেছেন তিনি যাতে পরিবারের সবথেকে বয়স্কা মহিলা সদস্যই একমাত্র নাম নথিভুক্ত করতে পারেন এবং এই কার্ডের মাধ্যমে তাঁর পুরো পরিবারের মেডিক্যাল ক্ষেত্রে সমস্ত খরচা সরকার বহন করবে। লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমে সাধারণ সম্প্রদায়ের মহিলারা মাসিক ৫০০/- এবং তফসিলি বা সংরক্ষিত সম্প্রদায়ের মহিলারা মাসিক ১০০০/- টাকা করে পান সরকারের তরফে।
রাজ্যের হাজার হাজার মহিলা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তবু অনেকেই এখনো করেন নি। এছাড়াও অনেকের সামান্য কিছু কারণের জন্য টাকা ঢুকছে না কিন্তু কেন টাকা ঢুকছে না এই জরুরি খবর জানার জন্য সকলকে অনেক জায়গায় ছোটাছুটি করতে হচ্ছে। তবে আপনি এবার বাড়িতে বসেই আপনার হাতের মোবাইলটির মাধ্যমে জেনে নিতে পারবেন এই তথ্য। কিভাবে জানতে এই প্রতিবেদনটি পুরোটা পড়ুন।
লক্ষ্মী ভান্ডারের তথ্য অনলাইনে জানবেন কীভাবে?
১) সবার প্রথমে www.ds.wb.gov.in এই ওয়েবসাইটে (Website) যেতে হবে।
২) এরপরে Check Your Application Status এই অপশনে ক্লিক করে নিতে হবে।
৩) Lakshmir Bhandar প্রকল্পের নিচে দেখবেন ১ লেখা আছে। সেই লেখাতে ক্লিক করবেন।
৪) Lakshmir Bhandar প্রকল্পে আবেদন করার সময় আপনি যেই মোবাইল নম্বর লিখে ছিলেন সেটা লিখে দিতে হবে।
৫) কোন প্রকল্পের ব্যাপারে আপনি জানতে চাইছেন সেটা সিলেক্ট করে নিতে হবে।
৬) এরপরে আপনার মোবাইলে একটি OTP চলে যাবে সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে।
৭) এবারে Submit অপশনে ক্লিক করে নিতে হবে।
৮) সাবমিট অপশনে (Submit Option) ক্লিক করা হলে লক্ষ্মীর ভাণ্ডারের সকল তথ্য আপনাকে দেখিয়ে দেওয়া হবে। তখন বুঝতে পারবেন যে আপনার নাম নথিভুক্ত আছে কিনা।
-Written by Riya Ghosh