মাসিক বেতন 44,500 টাকা! IRDAI-তে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি, আবেদন চলছে
45 টি পদের জন্য IRDAI (insurance regulatory and development authority of India) সহকারী ব্যবস্থাপক নিয়োগ করা হবে।এটি ২৯ শে এপ্রিল 2023 এ ঘোষণা করা হয়েছে। সারা ভারত এর সমস্ত রাজ্যের ছাত্র ছাত্রী IRDAI পদের জন্য আবেদন করতে পারবে। এটি একটি সরকারি চাকরি। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অনলাইন আবেদন পত্র পূরণ করতে পারেন। IRDAI সহকারী ব্যবস্থাপক নিয়োগ 2023-এর সমস্ত বিবরণের জন্য নিবন্ধটি মনোযোগ সহকারে পড়ুন। (IRDAI Assistant Manager Recruitment)
Table of Contents
শূন্যপদ:-
সরকারি বিজ্ঞপ্তি অনুসারে মোট ৪৫টি শূন্যপদ রয়েছে । জেনারেল প্রার্থীদের জন্য ২০টি শূন্য পদ রয়েছে,EWS প্রার্থীদের জন্য ৪ টি শূন্য পদ রয়েছে,OBC প্রার্থীদের জন্য ১২ টি শূন্য পদ রয়েছে,SC প্রার্থীদের জন্য ৬ টি শূন্য পদ রয়েছে, ST প্রার্থীদের জন্য ৩ টি শূন্য পদ রয়েছে ।
বয়সসীমা:
IRDAI নিয়োগ এ আবেদন এর জন্য প্রার্থীর নির্ধারিত বয়স সীমা হলো ২১ বছর থেকে ৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতা:
যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 60% নাম্বার সহ Graduation পাশ করতে হবে তবেই সেই প্রার্থী IRDAI অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য যোগ্য।
বেতন:-
IRDAI সহকারী ব্যবস্থাপক পদে মাসিক বেতন ৪৪৫০০ টাকা থেকে ৮৯১৫০ টাকা এর মধ্যে।
আবেদন ফি:-
IRDAI সহকারী ব্যবস্থাপক নিয়োগ ২০২৩ এর
জেনারেল, OBC ও EWS এদের জন্য আবেদন ফি ৭৫০ টাকা।
এবং sc,st এবং pwd এদের জন্য আবেদন ফি ১০০ টাকা।
আবেদন প্রক্রিয়া:-
১) প্রার্থীদের অবশ্যই IRDA irdai.gov.in-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) প্রার্থীদের Registration সম্পূর্ণ করতে হবে।এবং Registration এর বিবরণ দিয়ে লগ ইন করতে হবে।
৩) সমস্ত সঠিক তথ্য দিয়ে আবেদন পত্র টি পূরণ করতে হবে।
৪) অনলাইন মোডে আবেদন ফি প্রদান করতে হবে।
৫) আবেদন এর কাজ শেষ হওয়ার পর ভবিষ্যতে রেফারেন্স এর জন্য একটি প্রিন্ট আউট রেখে দিতে হবে।
পরীক্ষার বিবরণ:-
IRDAI অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পরীক্ষা টি অনলাইনে ৪ টি বিভাগে ১৬০ টি বহুনির্বাচনী প্রশ্ন সহ ১৬০ নম্বর সহ অনলাইন এ পরিচালিত হবে।পরীক্ষাটি ৯০ মিনিট সময় এর মধ্যে সম্পন্ন করতে হবে।পরীক্ষায় নেগেটিভ মার্কিং অর্থাৎ প্রতি টি ভুল উত্তরের জন্য ১/৪ নম্বর কাটা হবে।
পরীক্ষার সিলেবাস:-
মোট ১৬০ নাম্বার এর পরীক্ষা হবে। Reasoning থাকবে ৪০ নম্বরের, ইংরেজি থেকে ৪০ নম্বর থাকবে, General Awareness থেকে ৪০ নম্বর থাকবে, Quantitative Aptitude থেকে ৪০ নম্বর থাকবে।
নির্বাচন প্রক্রিয়া:-
প্রথমত প্রিলি লিখিত পরীক্ষা এবং এরপর প্রধান লিখিত পরীক্ষা হবে । পরীক্ষায় পাশের পর ইন্টারভিউ এবং ডকুমেন্ট
ভেরিফিকেশন ও মেডিকেল পরীক্ষার মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়া টি সম্পন্ন হবে।
আবেদনের শেষ তারিখ:-
IRDAI অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১১/০৪/২০২৩ তারিখ । আবেদনের শেষ তারিখ হল ১০/০৫/২০২৩ ।
Important Link
- Official Notification: Download Now
- Official Website: Click Here