CSIR-IICB Vacancy: যাদবপুরের ইন্ডিয়ান ইন্সিটিউট অব কেমিক্যাল বায়োলজিতে চাকরির সুযোগ, আবেদন চলছে
কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR)-এর অধীনস্থ প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইন্সিটিউট অফ কেমিক্যাল বায়োলজিতে (IICB) চাকরির সুযোগ।নানা বিষয়ে গবেষণার কাজে যাদবপুরে এই প্রতিষ্ঠান গবেষক নিয়োগ করবে। সম্প্রতি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি এর পক্ষ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যাদবপুরে বিভিন্ন গবেষক পদে নিয়োগ করা হবে প্রার্থীদের। (Jadavpur CSIR-IICB Recruitment)
ভারতের যে কোন রাজ্যের নাগরিক হলেই আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে উপযুক্ত যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা শূন্যপদ গুলির জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা, বেতন, বয়সসীমা ইত্যাদি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
Table of Contents
পদের নাম-
সায়েন্টিস্ট
সিনিয়র সায়েন্টিস্ট
প্রিন্সিপাল সায়েন্টিস্ট পদে
মোট শূন্যপদ-
মোট 12 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
মাসিক বেতন-
সায়েন্টিস্ট: ১,২১,৬৪০ টাকা
সিনিয়র সায়েন্টিস্ট: ১,৩৯, ৯৫৬ টাকা
প্রিন্সিপাল সায়েন্টিস্ট: ২,১৩,০৫১ টাকা।
আবেদন শেষ-
১৫/০৫/২০২৩
বয়সসীমা-
সায়েন্টিস্ট পদের জন্য বয়সের সর্বোচ্চ সীমা 32 বছর , সিনিয়র সায়েন্টিস্ট পদের জন্য বয়সের সর্বোচ্চ সীমা ৩৭ বছর এবং প্রিন্সিপাল সায়েন্টিস্ট পদের জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর ধার্য করা হয়েছে।
আবশ্যিক যোগ্যতা-
প্রিন্সিপাল সায়েন্টিস্ট: যে কোন বিষয়ে phd ডিগ্রি থাকতে হবে। মলিকিউলার প্যারাসাইটোলজি নিয়ে গবেষণার ৩ বছরের পোস্ট ডক্টরাল কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ের খুঁটিনাটি নিয়ে বিশদ জ্ঞান থাকতে হবে। ‘পিয়ার রিভিউড জার্নাল’-এ গবেষণার কাজ প্রকাশিত হয়ে থাকলে সেই সমস্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য পদগুলির জন্য বিভিন্ন বিষয়ে পিএইচডি করা থাকতে হবে। তার সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য পদ গুলির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কিছুটা আলাদা এবং অতিরিক্ত রয়েছে। আপনারা iicb.res.in ওয়েবসাইট থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে বিশদে জেনে নিতে পারবেন।
নিয়োগ পদ্ধতি-
ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন মূল্য-
আবেদন করতে গেলে প্রত্যেক প্রার্থীদের জন্য আবেদনমূল্য ১০০ টাকা ধার্য করা হয়েছে।
তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কোনরকম আবেদন মূল্য দেওয়ার দরকার নেই।
আবেদন পদ্ধতি-
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
iicb.res.in ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে ,তারপর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট আপলোড করার পর আবেদন মূল্য জমা করতে হবে ।তারপরে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
Important Links
Official Notification: Download Now
Apply Online: Click Here
Official Website: Click Here