Special Training for NET/SET: নেট অথবা সেট পরীক্ষার জন্য বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। জানুন বিস্তারিত।
অনেক শিক্ষার্থীই এমন থাকেন যাঁরা উচ্চশিক্ষা (Higher Study) লাভ করতে উৎসাহী থাকেন অর্থাৎ শিক্ষার পিপাসু হন। সেই উদ্দেশ্যে অনেকেই স্নাতকোত্তর পড়ার পর অধ্যাপক হওয়ার জন্য যে পরীক্ষাটি দিতে হয় অর্থাৎ প্রয়োজন NET (National Eligibility Test) অথবা SET (State Eligibility Test) -এ উত্তীর্ণ হবার প্রস্তুতি নেন।
কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীই কী ভাবে পড়বেন অর্থাৎ কিভাবে প্রস্তুতি নিলে ভালো হবে, কী পড়লে লাভবান হবেন সেই নিয়ে চিন্তিত হয়ে পড়েন। সঠিক রাস্তা খুঁজে পান না। আর চিন্তা করবেন না কারণ এবার আপনাদের কথা চিন্তা করেই এই পরীক্ষা দুটির জন্য বিশেষ কোর্সের আয়োজন করেছে কল্যাণী বিশ্ববিদ্যালয় (Kalyani University)। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই।
কোর্সটি কতদিনের জন্য হবে?
NET/SET পরীক্ষার প্রস্তুতির জন্য প্রশিক্ষণ দেওয়া হবে মোট ছয় মাসের।
কি কি বিষয়ে প্রস্তুতি দেওয়া হবে?
এই কোর্সে এই দুটি পরীক্ষার জন্য জেনারেল পেপার ১ (General Paper) এবং সাবজেক্ট পেপার ২ (Subject Paper)-এর বিষয়গুলি পড়ানো হবে।
কারা কারা আবেদন করতে পারবেন?
যে সমস্ত শিক্ষার্থী প্রথম থেকেই কল্যাণীর ছাত্র বা ছাত্রী তাঁরাই শুধুমাত্র কল্যাণী বা অন্য বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়েছেন তাঁরা আবেদন করতে পারবেন এই বিশেষ কোর্সটির জন্য।
কদিন নেওয়া হবে এই বিশেষ কোর্সের জন্য ক্লাস?
এই বিশেষ কোর্সের জন্য প্রতি সপ্তাহে শনি এবং রবিবার নেওয়া হবে ক্লাস।
কিভাবে আবেদন করা যাবে?
i) আবেদন করা যাবে অনলাইনে(Online)।
ii) ইচ্ছুক শিক্ষার্থীকে সবার প্রথমে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
iii) ওয়েবসাইটে গিয়ে ‘Homepage’ থেকে ‘Notice’-এ গেলে কোর্সটির সম্পর্কিত বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।
iv) বিজ্ঞপ্তির শেষে দেওয়া লিঙ্কে গিয়ে অনলাইনে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
v) আবেদনপত্র পূরণ করার শেষে আবেদন মূল্য বাবদ টাকা জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখ:
i) আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো ১ থেকে ২০ জুন, সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত।
ii) রবিবার ও শনিবার কোনো আবেদনপত্র গ্রহণ করা হবেনা তাই সপ্তাহের ওই দুদিন আবেদন না করাই ভালো।
বাছাই করা শিক্ষার্থীদের তালিকা ঘোষণা কবে হবে? বাছাই করা প্রার্থীদের নামের তালিকা প্রকাশিত হবে ২৫ শে জুন।
এই বিশেষ কোর্সের ক্লাস শুরু কবে থেকে?
এই বিশেষ কোর্সের ক্লাস শুরু হবে ১লা জুলাই, ২০২৩ থেকে।
এই কোর্সের বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি চেক করতে পারেন।
Important Links
Official Website: Click Here
-Written by Riya Ghosh