Make Money on YouTube: ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? কিভাবে কামাতে পারবেন মোটা অঙ্কের টাকা? জানুন
ইউটিউব (YouTube) হলো বর্তমানে এক জনপ্রিয় এক মাধ্যম যেখানে মানুষজন নিজেদের অবসর সময়ে বা সারাদিন পরে একটুখানি অবসরে আনন্দ (Entertainment) খোঁজেন। বর্তমানে ইউটিউব যথেষ্ট জনপ্রিয় মাধ্যম হওয়ায় অনেকেই ইউটিউবকে নিজের ক্যারিয়ার (Career Option) হিসেবে বানাতে চান। বর্তমানে এটি উপার্জনের (Earning) বেশ ভালো উপায়। (Make Money on YouTube)
তবে স্বাভাবিক ভাবেই বেশিরভাগ মানুষ জানেনা ইউটিউব থেকে রোজগার কিভাবে করা সম্ভব। অনেকে আবার উপার্জনের পদ্ধতি জানলেও কিভাবে উপার্জন বৃদ্ধি করা যায় তা জানেন না। অনেকে তাই ভয় করেন যে আদৌ বেশি রোজগার (Earning) সম্ভব কিনা তাই নিয়ে। আজ এই সব সমস্যার সমাধান নিয়ে এলাম আমরা।
কোন পদ্ধতিতে ইউটিউব ব্যবহার করলে তার থেকে প্রচুর উপার্জন করা যায় বা কতটা আয় সম্ভব, কোন কোন বিষয় থাকা দরকার সেসব নিয়েই সমাধানের খোঁজে আমাদের আজকের এই প্রতিবেদন। প্রতিটা স্টেপ গুরুত্বপূর্ণ তাই খুব মন দিয়ে পড়বেন।
ইউটিউব থেকে আয় করতে গেলে কোন কোন বিষয় (Criteria) থাকা আবশ্যক?
বর্তমানে ইউটিউব উপার্জনের (Money Earning from YouTube) খুব ভালো একটি রাস্তা।ঠিকঠাক করতে পারলে প্রচুর অর্থ লাভ করা যায়। একবার ইউটিউবে বিখ্যাত হতে পারলে হাতের মুঠোয় আসবে লক্ষ লক্ষ টাকা। তবে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখা প্রয়োজন। কী সেগুলি? আসুন জেনে নেওয়া যাক।
i) ওয়াচ টাইম(Watched Time):
এটি ইউটিউব ভিডিওর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে দর্শক আপনার ভিডিও কত সময় ধরে দেখছে তার নিরীক্ষণ করা হয়। প্রথমদিকে এটি একদম কম হবে তবে ধীরে ধীরে বৃদ্ধি পাবে।
যেমন ধরুন, আপনার ১০০০ Subscriber আছে এবং তার সাথে আছে ৪ হাজার ঘণ্টা Watched Time! এবার প্রথমেই তো বেশি বেশি দর্শক বা বেশি Watched Time হবেনা, ধীরে ধীরে বৃদ্ধি পাবে।
ii) সাবস্ক্রাইবার(Subscriber):
এই Subscriber সংখ্যাটি যথেষ্ট গুরুত্বপূর্ণ আপনার চ্যানেলের জন্য। আপনি যখন নতুন ইউটিউব চ্যানেল (New YouTube Channel) খুলবেন তখন তেমন মানুষ আপনার ভিডিও দেখবে না তবে তার সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাবে।
এবার প্রশ্ন হচ্ছে যে আপনার কতজন Subscriber প্রয়োজন এবং ভিউ সংখ্যা (Number of Views) থেকে কিভাবে উপার্জন করা সম্ভব? তারও উত্তর আছে। আসুন জানা যাক।
মোট কতগুলি Subscriber দরকার আপনার চ্যানেলের জন্য?
শুধুমাত্র সাবস্ক্রাইবারদের সংখ্যা বাড়লেই কিন্তু হবেনা।তার সাথে দরকার ৪০০০ ঘন্টা Watched Time! আপনার Watched Time যত বেশি হবে, ততই আপনার উপার্জন ঘটবে। অন্তত পক্ষে এই ৪০০০ Watched Time দরকার এবং তা আপনাকে একবছরের (One Year) মধ্যে সম্পূর্ণ করতে হবে।
ইউটিউব থেকে কত ভিউ থেকে কত টাকা ইনকাম করতে পারবেন?
তবে অনেক ক্ষেত্রেই ভিউ হতে চায়না বহুদিন ধরে আর তাতে অনেকে ইউটিউব ছেড়ে দেন(Leaves YouTube)। এক্ষেত্রে আরেকটি উপার্জনের পথ আছে। কি বলুন তো?
যদি আপনি আপনার ইউটিউবে কোন প্রোডাক্ট বা কোন বস্তু (Products or Things) আপনার ভিডিওর মাধ্যমে প্রমোশন করেন এবং কোনো দর্শক (Audience) আপনার ভিডিওতে দেওয়া লিঙ্ক থেকে সেই জিনিস ক্রয় (Purchase) করে তাহলে সেই কোম্পানির থেকে আপনি টাকা পেতে পারেন।
ইউটিউব চ্যানেলের ভিউয়ের উপর টাকা কী ভাবে নির্ভর করে? আর কত টাকা পাওয়া যায়?
আপনার ভিডিও কনটেন্ট (Video Content) যত বেশি মানুষ দেখবেন, ততই বেশি টাকা। ব্যাপারটা ভালো করে বুঝুন। সাধারণত আপনার ভিডিওতে হাজার ভিউ হলে ইউটিউব আপনাকে এক ডলার অর্থাৎ ভারতীয় হিসেবে ৮২ টাকা দিয়ে থাকে।
আবার আপনি এই একই ভিউ থেকে ৩০ ডলার অর্থাৎ ভারতীয় হিসেবে ২৪৬০ টাকা আয় করতে (Make money on YouTube) পারবেন। তবে পুরোটাই নির্ভর করবে আপনার কনটেন্ট (Your Content) মানুষ কতটা পছন্দ করছেন তার উপর।
তবে তথ্য অনুযায়ী দেখা গেছে ফাইন্যান্স এবং টেক (Finance and Tech) সম্পর্কিত ভিডিয়ো ক্রিয়েটরদের (Video Creator) তাদের ভিউ থেকে সব থেকে বেশি পরিমাণে টাকা পেয়ে থাকেন।
-Written by Riya Ghosh