চাকরির-খবর

Metro Rail Vacancy: মাসিক বেতন 35,000 টাকা! মাধ্যমিক পাশে মেট্রোরেলে সুপারভাইজার পদে নিয়োগ

চাকুরী প্রার্থীদের জন্য সুখবর। ভারতীয় মেট্রোরেলের তরফ থেকে ন্যূনতম মাধ্যমিক পাশে সুপারভাইজার নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে (Metro Rail Supervisor Recruitment)। আবেদন পদ্ধতি, শূন্যপদ, বেতনক্রম ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ পড়ুন এই প্রতিবেদনটি।

পদের নাম:
প্রধানত তিনটি পদের জন্য করা হবে নিয়োগ। সেগুলি হলো:
Supervisor
Senior Supervisor
Maintainer

শিক্ষাগত যোগ্যতা:
i) প্রার্থীকে আবেদনের জন্য নুন্যতম মাধ্যমিক পাশ হতে হবে।
ii) সংশ্লিষ্ট ক্ষেত্রে ITI Degree/Diploma করা থাকতে হবে।

বয়সসীমা:
প্রার্থীর সর্বোচ্চ বয়স ৫৮ বছরের মধ্যে হতে হবে।

বেতনক্রম:
তিনটি পদের ক্ষেত্রে মাসিক বেতন তিনরকম।
Senior Supervisor পদের ক্ষেত্রে মাসিক বেতন ৪৬,০০০/- টাকা।
Supervisor পদের ক্ষেত্রে মাসিক বেতন ৩৫,০০০/- টাকা।
Maintainer পদের ক্ষেত্রে মাসিক বেতন ২৫,০০০/- টাকা।

আবেদন প্রক্রিয়া:

  • i) আবেদন করা যাবে অনলাইনে(Online)।
  • ii) আবেদনের জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে আবেদন করার লিঙ্কে ক্লিক করুন।
  • iii) এবার নিজের সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করে নিতে হবে।
  • iv) নিজের একটি বৈধ ইমেল এবং বৈধ ফোন নম্বর (Verified Email and Verified Phone Number) দিতে হবে।
  • v) জরুরি তথ্য অর্থাৎ নিজের শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, বয়সের প্রমাণ, ঠিকানা, কাস্ট সার্টিফিকেট( যদি থাকে) ইত্যাদি তথ্য দেবেন।
  • vi) যাবতীয় ডকুমেন্ট যেমন পাসপোর্ট সাইজের রঙিন ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করতে বললে এক এক করে আপলোড করে দিন।
  • vii) যাবতীয় ডকুমেন্ট যেমন রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি স্ক্যান করে আপলোড (Scan and Upload) করতে হবে।
  • viii) সবকিছু ঠিকঠাক দেওয়া হলে সাবমিট করুন এবং আবেদনপত্রের একটি প্রিন্ট আউট (Print Out) বের করে নিন ভবিষ্যতের জন্য।

আবেদনের শেষ তারিখ:
মে মাসের ২৮ তারিখ অবধি আবেদন করা যাবে।

Important Links
Official Website: Click Here
Official Notification: Download Now
Apply Now: Click Here

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker