ব্যবসা-বাণিজ্য

Business Idea: বাড়িতে শুরু করুন এই অতিপরিচিত জিনিসটির ব্যবসা। মাস গেলে আয় হবে প্রায় দুই লাখ।

ব্যবসার জগতেও আজকাল প্রতিযোগিতা বাড়ছে তাই কোন ব্যবসা(Business) করলে আপনি কম সময়ের মধ্যে অপেক্ষাকৃত কম প্রতিযোগিতায় বেশি মুনাফা লাভ করতে পারবেন তা ভাবতে হবে আর সেই বিষয়েই আজ আমরা আলোচনা করতে চলেছি।

আজ আপনাদের সাথে এমন এক জিনিস নিয়ে ব্যবসার আলোচনা করতে এসেছি যে জিনিসটি নিয়ে সেটি আপনার অতি পরিচিত এটি খাদ্যবস্তু যা হলো ‘চিড়ে’ বা ‘পোহা’! হ্যাঁ এই অতি পরিচিত খাবারটি আপনার বাড়িতে প্রতিদিনের জলখাবারে উপস্থিত থাকে। বাচ্চাদের স্কুলের টিফিনেও অনেকে চিড়ের পোলাও দিয়ে থাকেন। ব্রতর দিনে বা উপসী মানুষজন ভেজানো চিড়ে দিয়ে ফলার গ্রহণ করেন।

চিড়ে যেহেতু প্রতিদিনের দরকারি খাদ্য, তাই এই চিড়ের ব্যবসা করতে পারলে প্রচুর লাভবান হবেন আপনি। শুধু তাই নয় বরং এই ব্যবসাতে অতিরিক্ত পরিশ্রমও প্রয়োজন পরেনা। চিড়ে একটি পেটভরা খাবার কিন্তু হজম হয় দ্রুত। আসুন তাহলে দেখা যাক এই ব্যবসা করতে কি কি প্রয়োজন পরবে?

একটি গবেষণা অনুযায়ী, পোহা বা চিড়ে উৎপাদনে প্রতি ইউনিটের দাম প্রায় ২.৪৩ লক্ষ টাকা। এই ব্যবসাতে আপনি ৯০ শতাংশ পর্যন্ত ঋণ পাবেন। অতএব এই ব্যবসা শুরু করতে আপনার মাত্র ১০ শতাংশ মূলধন থাকলেই হবে।

কী কী লাগবে এই ব্যবসাতে?

ব্যবসা শুরু করার নির্দিষ্ট জায়গা:
চিড়ে বা পোহার এই ব্যবসা শুরু করতে প্রায় ৫০০ বর্গফুট জায়গা প্রয়োজন। সেই নির্দিষ্ট জায়গাটি আগে খুঁজে বের করতে হবে আপনাকে। জনবহুল (Crowded) এলাকায় আপনার ব্যবসা শুরু করুন।

কী কী যন্ত্রপাতি লাগবে?
চিড়ে বানানোর মেশিন, চুল্লি, প্যাকিং মেশিন এবং ড্রাম সহ ছোট ছোট কিছু যন্ত্রপাতির প্রয়োজন হবে। কম দামের মধ্যেই এই যন্ত্রপাতিগুলি পেয়ে যাবেন আপনি।

একটি রিপোর্ট অনুযায়ী, এই ব্যবসার শুরুতে সামান্য কিছু কাঁচামাল নিয়ে এসে অল্প পরিসরে এই ব্যবসা শুরু করুন। এরপর ধীরে ধীরে এর ব্যবসা বড় করতে থাকুন। এতে কি হবে? এতে আপনার অভিজ্ঞতা (Experience) বাড়বে, লাভ বেশি হবে এবং জনপ্রিয়তা বাড়বে।

এই ব্যবসাতে লাভ কেমন?
ব্যবসা শুরু করার পর প্রথমেই আপনাকে কিছু কাঁচামাল কিনতে হবে। এতে ব্যয় কেমন হবে তা আপনার কাঁচামালের ওপরে নির্ভর করছে। তবে কাঁচামাল কেনার পরে সবকিছু মিলিয়ে আপনার খরচ হবে প্রায় ৫০ হাজার টাকা। এইভাবে আপনি প্রায় ১,০০০ কুইন্টাল চিড়ে উৎপাদন করতে সক্ষম হবেন। যার উৎপাদন খরচ পড়বে ৮.৬০ লক্ষ টাকা। আপনি প্রায় ১০ লক্ষ টাকায় ১,০০০ কুইন্টাল চিড়ে বা পোহা বিক্রি করতে পারেন। অর্থাৎ আপনি প্রায় ১.৪০ লক্ষ টাকা আয় করতে পারবেন এই অতিপরিচিত ও জনপ্রিয় ব্যবসা থেকে।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker