খবর

সরকারি ব্যাঙ্কের কর্মীদের জন্য নতুন নিয়ম, এবার থেকে সপ্তাহে ৫ দিন কাজ এবং সপ্তাহান্তে ২ দিন ছুটি! জানুন বিস্তারিত।

ব্যাঙ্কের এতদিন নিয়ম অনুযায়ী সপ্তাহে ৬ দিন কাজ, একদিন ছুটি। এটাই চলে আসছে। তবে এই নিয়ম এবার বদলাতে চলেছে ব্যাঙ্ক কর্মীদের (Bank Employee) জন্য। কী সেই নিয়মের বদল? আসুন বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।

৫ দিন কাজ, বেতন বৃদ্ধি সহ একাধিক অমীমাংসিত বিষয় নিয়ে ইতিমধ্যেই বৈঠক শুরু হয়েছে। সূত্রের খবর, অবসরপ্রাপ্ত ব্যাঙ্কারদের (Retired Banker) সস্তায় স্বাস্থ্য বিমা দেওয়ার বিষয়ে ব্যাঙ্ক ইউনিয়ন (Bank Union) এবং ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের (Bank Association) মধ্যেও আলোচনা হবে।

দীর্ঘদিন ধরেই ব্যাঙ্ক ইউনিয়নের (Bank Union) তরফে ব্যাঙ্কে পাঁচদিন কাজ ও দুদিন ছুটির দাবি চলে আসছে। সম্প্রতি ব্যাঙ্ক কর্মীরাও এই দাবি তুলেছেন। উল্লেখ্য যে, ভারতীয় জীবন বীমা কর্পোরেশনের (Indian Life Insurance Corporation) কর্মীদের জন্য পাঁচদিন কাজের নিয়ম চালু করেছিল সরকার আর এখন সেই দাবি ব্যাঙ্ক কর্মীরাও তুলেছে।

সম্প্রতি এই নিয়ে বৈঠকে আলোচনাও হয়েছে। সেখানে বেতন বৃদ্ধি এবং সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্য বিমা (Life Insurance) নিয়েও আলোচনা হয়েছে। বলে রাখি যে, সরকারি ব্যাঙ্কের কর্মীরা (Govt. Bank Employee) গত বছরের ১ নভেম্বর থেকে বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছেন । এখন কী কী বৈঠকে ঠিক হলো দেখা যাক।

বর্তমানে ছুটির নিয়ম কী:

Reserve Bank of India এর তালিকা অনুযায়ী বর্তমানে ব্যাঙ্কের কর্মচারীরা মাসের প্রতি রবিবার, দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি পান এবং প্রতিটি রাজ্যের উৎসব অনুযায়ী ছুটি পান। অনলাইনে পরিষেবা সর্বদা চালু থাকে যদিও।

এখন কী সিদ্ধান্ত নেওয়া হলো:

সূত্র অনুযায়ী জানা গেছে যে, সরকারি ব্যাঙ্ক কর্মীদের এবার থেকে সপ্তাহে ২ দিন ছুটি এবং ৫ দিন কাজের দাবিতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের কোনও আপত্তি নেই।

জানা যাচ্ছে যে, ভারতীয় ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন (Banking Association) এই দাবি নিয়ে সরকারের কাছে আবেদন করেছিল এবং United Forum of Bank Employees and Indian Banks Association ও দুই দিনের সাপ্তাহিক ছুটিতে সম্মতি দিয়েছে।

তবে মনে রাখতে হবে যে প্রস্তাব দেওয়া হয়েছে, ব্যাঙ্ক কর্মীরা যেমন সপ্তাহে ২ দিন ছুটি দেওয়া হবে তেমনই তার বদলে তাঁদের দৈনিক কাজের সময় ৪০ মিনিট বাড়ানো হোক। মজুরি বোর্ড Negotiable Instrument Act 25 এর অধীনে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই ঘোষণা করার কথা বলেছে আগামী দিনে।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker