NExT Exam এবং NEET PG Exam কি? এদের পার্থক্য কোথায়?
ভারতে যে সমস্ত কঠিন পরীক্ষাগুলি রয়েছে, তার মধ্যে অন্যতম দুটি পরীক্ষা হল NEXT Exam এবং NEET PG Exam। তবে দুটি পরীক্ষার মধ্যে কিছু মিল থাকলেও, পার্থক্য আছে অনেকটাই। এই প্রতিবেদনে আপনাদের জানানো হবে এই দুটি পরীক্ষা সম্পর্কে।
NMC Act অনুযায়ী NExT পরীক্ষাটি হল কমন কোয়ালিফায়িং ফাইনাল ইয়ার এমবিবিএস পরীক্ষা। এটি একটি Licentiate Exam, যেটির ভিত্তিতে মর্ডান মেডিসিন অধ্যয়ন করার সুযোগ মেলে এবং মেরিট অনুযায়ী বিভিন্ন পোস্ট গ্রাজুয়েট কোর্সে এডমিশন নেওয়া যায়। নেক্সট এক্সামের মাধ্যমে মূলত ইন্টার্নশিপ(Internship) এর দিকে ফোকাস করা হয়।
ধারণা করা যাচ্ছে যে NExT পরীক্ষার NEET PG পরীক্ষাটিকে রিপ্লেস করে দিতে পারে। তবে ন্যাশনাল মেডিকেল কমিশনের(NMC) পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোন ঘোষণা করা হয়নি। তাছাড়া এই Replace প্রসেসটি কবে হতে পারে, সেই সম্পর্কেও কোন নির্দিষ্ট ধারণা নেই।
NExT পরীক্ষার লক্ষ্য হলো MBBS শিক্ষার্থীদের ইন্টার্নশিপে সুযোগ করে দেওয়া। NExT পরীক্ষাটি দুটি ধাপের মাধ্যমে সম্পূর্ণ করা হয়। এদিকে NEET PG পরীক্ষাটি হয় বছরে একবার একটি ধাপের মধ্যেই।