খবর

PM Awas Yojana: নতুন লিস্টে যুক্ত হলো অনেক নতুন নাম ও বাদ গেলো কিছু পুরোনো নাম। জানুন

দেশের নিম্নবিত্ত মানুষ অর্থাৎ যে মানুষের বাস করার জন্য কোনো ঠাঁই নেই, মাথায় ছাদ নেই, তাঁদের জন্যই প্রধানমন্ত্রীর এই যোজনা যার নাম আবাস যোজনা (PM Awas Yojana)। এই প্রকল্পের মাধ্যমে গৃহহীন মানুষকে আশ্রয়দান করেছেন প্রধানমন্ত্রী। তবে এই যোজনা নিয়েও বিতর্ক তৈরি হচ্ছে এবং রাজ্য সরকারের ওপরে এই দুর্নীতির দায় চাপিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

বহুদিন ধরেই এই টাকা বন্ধ করে দেওয়া হয়েছে এবং রাজ্য সরকারি আমলা ও অফিসারদের ওপরে সার্ভের নির্দেশ দেওয়া হয়। সেই সার্ভেতে যাদের নাম ন্যায্য ভাবে উঠেছে তাদের কাজ সম্পন্ন করা হয়। কিন্তু তবুও এখনো কেন্দ্রীয় সরকারের টাকা রাজ্য পায়না। ফলে এই প্রকল্প ও এই প্রকল্পে তৈরি হওয়া বাসস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এমনিতেই বিতর্ক সৃষ্টি হয়েছে তার ওপর আবার নয়া বিতর্ক কারণ নতুন যাঁরা এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করাতে গেছেন তাঁদের স্ট্যাটাস চেক করতে গেলেই দেখা যাচ্ছে ‘Pending with PFMS’ লেখা আসছে। তাঁরা এই প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন কিনা সেই নিয়ে তাঁদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। আবার, আগে যাঁদের নাম দেখা গেছে তাঁদের নাম আর দেখা যাচ্ছে না। স্বভাবতই এতে সবাই ঘাবড়ে যাচ্ছেন।

যাঁদের নাম নথিভুক্ত ছিলো আগে থেকে, ‘Account Status Verified’ হয়ে গিয়েছিল তাঁরা এখন আবার স্ট্যাটাস চেক করতে গেলেই দেখা যাচ্ছে সেই স্ট্যাটাসের পরিবর্তন হয়েছে! কি পরিবর্তন? সেখানে এখন ‘Pending with PFMS’ লেখা! এখন তাঁদের স্ট্যাটাসে ‘Beneficiary Details’ রেজিস্ট্রেশন নম্বর এর মাধ্যমে চেক করতে গেলে একাউন্ট স্ট্যাটাসে দেখাচ্ছে ‘Frozen by Not Send to PFMS’! প্রশ্ন উঠেছে নাম বাতিল নিয়ে।

তবে সূত্রানুযায়ী, ভয়ের কিছু নেই। প্রধানমন্ত্রীর এই Awas Yojona তে যাঁদের আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক করা নেই তাঁদেরই এমন হচ্ছে। লিঙ্ক করিয়ে দিলেই তাঁদের নাম দেখা যাবে অর্থাৎ নতুন ভাবে আপডেট হয়ে যাবে নিজের থেকেই এবং PM Awas Yojana অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফাইড দেখাবে।

তবে মনে রাখতে হবে যে যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে না থাকেন অথবা যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিজেক্ট হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এই সমস্যার সমাধানে গ্রাহককে নিজেই এগিয়ে আসতে হবে।

এই মুহূর্তে সমস্ত কার্যালয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে পুরোদমে তাই এখনো সমস্যা হচ্ছে এবং এখনো পর্যন্ত ‘Pending with PFMS’ লেখা কথাটি লেখা দেখাচ্ছে। খুব তাড়াতাড়ি এই কাজ সম্পন্ন হবে এবং আপনার ‘Status Verified’ দেখাবে!

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker