শিক্ষার খবর

WB TET: প্রাথমিক টেটের ১০ থেকে ১৫ দফার ইন্টারভিউয়ের তারিখ ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদের (West Bengal Primary Education Department) পক্ষ থেকে আগামী দিনের প্রাথমিক টেটের ১০ থেকে ১৫ দফার মোট ছটি দফার ইন্টারভিউ (Primary TET Interview 2023) এর তারিখ প্রকাশ করা হলো।

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী দিনের ৬টি দফার ইন্টারভিউ এর তারিখ সম্পর্কে জানানো হয়েছে। যে ছয়টি দফায় ইন্টারভিউ হবে, সেখানে প্রত্যেকটি দফায় এক একটি নির্দিষ্ট জেলার প্রার্থীদের ইন্টারভিউ এর কথা বলা হয়েছে।

মুর্শিদাবাদ,দুই ২৪ পরগনা, হুগলী, পুরুলিয়া, মালদা এই ছটি জেলার ২০১৪ সাল এবং ২০১৭ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ (TET Interview 2023)নেওয়া হবে আগামী দিনে।

মালদা:

দশম দফায় নেওয়া হবে মালদা জেলার টেট উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ। আগামী ১২ই এপ্রিল এবং ১৩ ই এপ্রিল হবে প্রাথমিক শিক্ষক নিয়োগের দশম দফার ইন্টারভিউ (Tet Interview 2023)।

মুর্শিদাবাদ:

১১ তম দফায় নেওয়া হবে মুর্শিদাবাদ জেলার টেট উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ (Tet Interview 2023)। আগামী ১৯এপ্রিল, ২০এপ্রিল, ২৪ এপ্রিল হবে প্রাথমিক শিক্ষক নিয়োগের ১১ তম দফার ইন্টারভিউ।

উত্তর ২৪ পরগণা:

১২ তম দফায় নেওয়া হবে উত্তর ২৪ পরগনা জেলার টেট উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ (Tet Interview 2023)। আগামী ২৫ এপ্রিল, ২৬ ই এপ্রিল,২৭ এপ্রিল হবে প্রাথমিক শিক্ষক নিয়োগের ১২ তম দফার ইন্টারভিউ।

হুগলি:

১৩ তম দফায় নেওয়া হবে হুগলি জেলার টেট উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ (Tet Interview 2023)। আগামী ২৮ই এপ্রিল এবং ২৯ ই এপ্রিল হবে প্রাথমিক শিক্ষক নিয়োগের ১৩ তম দফার ইন্টারভিউ।

দক্ষিণ ২৪ পরগণা:

১৪ তম দফায় নেওয়া হবে দক্ষিণ ২৪ পরগনা জেলার টেট উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ (Tet Interview 2023)। আগামী ২, ৩ ও ৪ঠা মে হবে প্রাথমিক শিক্ষক নিয়োগের ১৪ তম দফার ইন্টারভিউ।

পুরুলিয়া:

১৫ তম দফায় নেওয়া হবে পুরুলিয়া জেলার টেট উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ (Tet Interview 2023)। আগামী ৬,৮ মে হবে প্রাথমিক শিক্ষক নিয়োগের ১৫ তম দফার ইন্টারভিউ।

ইন্টারভিউ এর সময় প্রার্থীদেরকে তাদের টেট পরীক্ষার এডমিট কার্ড, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের এডমিট কার্ড, মার্কশিট, স্নাতক পাসের মার্কশিট, B.ED, D.EL.ED বা ডিএড এর মার্কশিট এবং সার্টিফিকেট, টেট উত্তীর্ণ হওয়ার নথি, জাতিগত শংসাপত্র, শারীরিক প্রতিবন্ধকতার নথি এবং পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ইন্টারভিউ কেন্দ্রে প্রবেশ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker