Resultঅন্যান্যউচ্চমাধ্যমিকখবর

মাধ্যমিকের ফলাফল নিয়ে গুরুত্বপূর্ণ খবর প্রকাশ, জানুন বিস্তারিত।

আমরা সকলেই জানি যে চলতি বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা (Madhyamik and Higher Secondary Examination) অন্যান্য বছরের তুলনায় অনেকটাই এগিয়ে শুরু হয় ও শেষ হয়। অর্থাৎ সবার মনেই এখন এক প্রশ্ন যে তাহলে এই দুই পরীক্ষার ফলাফল প্রকাশ কবে করা হবে?

মাধ্যমিক পরীক্ষা শেষ হয় চলতি বছরের ১২ ফেব্রুয়ারি যা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই এগিয়ে। সম্প্রতি এই পরীক্ষার ফলাফল নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো। কি সেই তথ্য? আসুন জানি।

মাধ্যমিক পরীক্ষার ফল (Result of Madhyamik Examination) প্রকাশ নিয়ে এমনিতেই পরীক্ষার্থী ও অভিভাবকদের মনের মধ্যে চিন্তা থাকেই। জীবনের প্রথম বড়ো পরীক্ষা বলে কথা! তার ওপর আরো বেশি উদ্বেগের কারণ নিয়ে এসেছে রাজ্যজুড়ে লোকসভা নির্বাচন(Lok Sabha Election)। নির্বাচনের সময়সূচি ইতিমধ্যেই জানানো হয়েছে, তারপর শুরু হয়েছে নতুন চিন্তা।

মাধ্যমিক পরীক্ষার ফলাফল নির্বাচনের শেষে নাকি নির্বাচন চলাকালীন প্রকাশিত হবে সেই নিয়েই চলছে উৎকণ্ঠা।

পর্ষদের তরফে এখনো স্পষ্টভাবে জানানো হয়নি যে কবে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল তবে মোটামুটিভাবে পরীক্ষার ৯০ দিনের মধ্যেই ফলাফল ঘোষণা করা হয় মাধ্যমিকের। সূত্র অনুযায়ী, ৯০ দিবসে এই অনুমানটিকে ধরেই যদি এগোনো যায় তবে গতবছরের ফলাফল ঘোষণার দিনটিই ফের পুনরাবৃত্তি হতে পারে।

প্রসঙ্গত উল্লেখ্য যে ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Examination) ফল প্রকাশিত হয়েছিল ১৯ মে। চলতি বছরেও এই দিনের মধ্যেই বেরোতে পারে মাধ্যমিক পরীক্ষার ফলাফল, এমনটাই অনুমান অনেকের।এমনটা সত্যি হলে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার (Election Result) আগেই ঘোষিত হবে এই পরীক্ষার ফলাফল।

ফলাফল নিয়ে সতর্ক পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদও। নিখুঁতভাবে চলছে সমস্ত খাতাগুলির মূল্যায়ন। সঠিকভাবে বা স্পষ্টভাবে না জানা গেলেও এটুকু অনুমান করা যাচ্ছে যে আগামী মে মাসের মধ্যেই মাধ্যমিকের ফলাফল জানতে পারবে ছাত্রছাত্রীরা।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker