RBU Recruitment: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন চলছে
চাকরি যাঁরা খুঁজছেন তাঁদের জন্য সুখবর। RBU অর্থাৎ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই করতে পারবেন আবেদন। আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। (Rabindra Bharati University Recruitment)
পদের নাম:
Research Assistant
শিক্ষাগত যোগ্যতা:
i) প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্য উচ্চ শিক্ষার ডিগ্রি থাকতে হবে।
মাসিক বেতন:
নিযুক্ত প্রার্থীর মাসিক বেতন ১৬ হাজার টাকা থেকে শুরু।পরে কর্মদক্ষতার (Work Experience) ওপর বেতন বৃদ্ধি হতে পারে।
পদের নাম:
Field Inspector
শিক্ষাগত যোগ্যতা:
i) প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রিসহ উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
ii) কম্পিউটারের ব্যবহার (Computer Use) এবং টাইপিং (Typing) সম্পর্কে দক্ষতা থাকতে হবে প্রার্থীর।
মাসিক বেতন:
নিযুক্ত ব্যক্তির মাসিক বেতন ১৫ হাজার টাকা থেকে শুরু হবে। পরে প্রার্থীর কর্মদক্ষতা (Work Experience) অনুযায়ী বেতন বৃদ্ধি পাচ্ছে পাবে।
বয়সসীমা:
উভয় ক্ষেত্রেই বয়সসীমা উল্লেখ করা নেই বিজ্ঞপ্তিতে।
আবেদন প্রক্রিয়া:
i) আবেদন করা যাবে অফলাইনে(Offline)।
ii) আবেদন করার জন্য আবেদনে ইচ্ছুক প্রার্থীকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
iii) ওয়েবসাইটে গিয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্রটি ডাউনলোড (Download) করে প্রিন্ট আউট (Print Out) বের করে নিতে হবে।
iv) এবারে আবেদনপত্রের মধ্যে প্রয়োজনীয় তথ্য অর্থাৎ নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স ইত্যাদি তথ্য দিয়ে পূরণ করতে হবে।
v) আবেদনপত্রটি পূরণ করার পরে নিজের পাসপোর্ট সাইজের (Password Size) রঙিন ছবি এবং নিজের সই যুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
Office of the Development Officer at 56A, B.T. Road, Kolkata – 700050
আবেদনের শেষ তারিখ:
৯ই জুন, ২০২৩ সাল।
নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইট চেক করুন।
Important Links
Official Website: Click Here
-Written by Riya Ghosh