
রামকৃষ্ণ মিশনে Group-D পদে চাকরির সুযোগ, বিস্তারিত জেনে নিন।
বহুদিন ধরে চাকরি খুঁজে হয়রান হয়ে গেছেন? তাহলে আপনার জন্য আছে সুখবর। রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুলে (Rahra Ramakrishna Mission Boys Home High School) গ্রুপ-ডি (Group-D) কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের বাসিন্দা (Resident of West Bengal) হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা। আবেদন প্রক্রিয়া সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
Table of Contents
নোটিশ প্রকাশের তারিখ:
6/08/2023
পদের নাম:
Lab Attendant
মাসিক বেতন:
2019, ROPA এর নিয়ম অনুযায়ী প্রার্থীদের বেতন দেওয়া হবে এখানে।
বয়সসীমা:
i) আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে।
ii) সংরক্ষিত প্রার্থীরা (Reserved Category) সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আবশ্যিক যোগ্যতা:
i) কেবলমাত্র পুরুষ প্রার্থীরাই (Only Male Candidates) এই পদের জন্য আবেদন করতে পারবেন।
ii) ইচ্ছুক প্রার্থীদের নুন্যতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ (8th Pass) হতে হবে।
শূন্যপদ:
1 টি শূন্যপদ রয়েছে।
নিয়োগ পদ্ধতি:
i) Written Test: 40 Marks
ii) Interview: 10 Marks
কি কি প্রশ্ন করা হবে?
কি কি ধরনের প্রশ্ন হবে অর্থাৎ পরীক্ষার সিলেবাস (Syllabus of Exam) জানতে হলে প্রকাশিত বিজ্ঞপ্তির ৩ নম্বর পৃষ্ঠাটি ভালো করে পড়ুন।
আবেদন পদ্ধতি:
i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইন (Offline) মাধ্যমে।
ii) আবেদনের জন্য প্রার্থীকে প্রথমে ওয়েবসাইটে গিয়ে আবেদনের ফর্মটিকে ডাউনলোড করে প্রিন্ট আউট (Download the Application Form and Print Out) বের করে নিতে হবে।
iii) তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ (Form Fillup) করতে হবে।
iv) এরপরে ফর্মটির সাথে প্রয়োজনীয় নথি (Important Documents) সংযুক্ত করে ফর্মটিকে নীচের ঠিকানায় জমা করে আসতে হবে। সাথে দিতে হবে আবেদন মূল্য।
আবেদন মূল্য:
i) Unreserved Category : 500 টাকা
ii) SC, ST, OBC-A & B : 400 টাকা
iii) PH Category : 300 টাকা
আবেদন মূল্য বাবদ ধার্য করা হয়েছে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথি:
Documents required for application
- 1) Document of educational qualification
- 2) Photo Identity Proof.
- 3) Residential Certificate.
- 4) Proof of age.
- 5) Cast Certificate.
- 6) Proof of in-service, if applicable.
আবেদন জমা দেবার ঠিকানা:
রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুলে (Rahra Ramakrishna Mission Boys Home High School) গিয়ে আবেদনপত্রটি জমা দিয়ে আসতে হবে।
আবেদন প্রক্রিয়ার সময়সীমা:
আবেদন শুরু হয়েছে গত 06/08/2023 তারিখ থেকে এবং চলবে 19/08/2023 তারিখ পর্যন্ত।
আবেদন জমা দেবার তারিখ:
07/08/2023 থেকে 22/08/2023 তারিখ পর্যন্ত।
এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh