খবর

Rules Change from June: ওষুধ ও ব্যাঙ্ক সংক্রান্ত খাতে সহ বিভিন্ন জরুরি পরিষেবায় জুন মাস থেকেই বদল আসতে চলেছে নিয়মে। বিস্তারিত জেনে নিন।

অনেকসময়ই দেখা যায় যে মাসের শুরুতেই বেশ কিছু নতুন নিয়ম (New Rules) দেখা যায়। জুনের শুরুতেও দেখা দিলো এরকমই কিছু নিয়মের বদল(Rules Change from June)। এই মাসে বেশ কিছু জরুরি নিয়মে এসেছে বড়ো বদল। পরিবর্তনগুলি পয়লা জুন থেকেই কার্যকরী হয়েছে। ঠিক কী কী পরিবর্তন এসেছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে এই পরিবর্তন কিভাবে প্রভাব বিস্তার করতে পারে তার তালিকা বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক।

১) বৈদ্যুতিন টু-হুইলার (Electric Two Wheeler) গাড়ির খরচ বৃদ্ধি হয়েছে:
যারা ইলেকট্রিক টু হুইলার (Electric Two Wheelers) কেনার বিষয়ে এতদিন ধরে ভাবনা চিন্তা করছেন তাঁদের জন্য এটি একটি খারাপ খবর হতে পরে। পয়লা জুন থেকেই দাম বাড়ছে Electric Two-Wheeler এর।

গত ২১ শে মে কেন্দ্রের তরফে জারি করা একটি বিজ্ঞপ্তিতে ভর্তুকির পরিমাণ বদলের কথা বলা হয় বৈদ্যুতিন দু’চাকার গাড়িতে। আগে যেখানে ভর্তুকি ছিলো তাঁদের জন্য প্রতি কিলোওয়াটে ১৫,০০০/- টাকা সেখানে ভর্তুকি করা হয়েছে ১০,০০০/- টাকা। অর্থাৎ এর ফলে যেখানে বৈদ্যুতিন দু’চাকা গাড়ির দাম ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

২) এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) সস্তা হয়েছে:
এটি সাধারণ মধ্যবিত্ত বাড়িতে (Middle Class Family) একটি স্বস্তির খবর। হ্যাঁ সিলিন্ডারের দাম কমেছে। আরো বিস্তারিত বলা যাক:
সরকারি তেল এবং গ্যাস সংস্থাগুলি প্রতি মাসের পয়লা তারিখে রান্নার গ্যাসের দাম পরিবর্তন করে। এমাসেও সেই নিয়ম বদল হয়নি। পয়লা জুন থেকে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কমেছে ৮৫ টাকা।

উল্লেখ্য যে, গত এপ্রিল এবং মে মাসের শুরুর দিকেও এভাবেই বাণিজ্যিক গ্যাসের দাম কিছুটা কমানো হয়েছিলো। গত মাসে অর্থাৎ মে মাসের পয়লা তারিখে বাণিজ্যিক গ্যাসের দাম প্রায় ১৭২ টাকা কমানো হয়েছিলো। নতুন দামের আপডেট হওয়ার পরে, কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে ১৮৭৫.৫০ টাকা।

৩) ফার্মা কোম্পানি (Pharma Company) সংক্রান্ত নতুন নিয়ম:
Drug Controller General of India বা DCGI এর তরফ থেকে কাশির সিরাপের (Cough Syrup) নমুনা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি (Official Notification) প্রকাশ করে জানানো হয়েছে যে, যেকোনো Cough Syrup রপ্তানি করার আগে অবশ্যই পরীক্ষা করে নিতে হবে। সরকারি পরীক্ষাগার থেকে সার্টিফিকেট সমেত অনুমতি (License with Certificate) পেলে তবেই তো রপ্তানি করা যাবে।

ভারতীয় সংস্থাগুলির তরফে রপ্তানি করা রফতানি করা কাশির সিরাপ নিয়ে বিদেশে প্রশ্ন চিহ্ণ ওঠার পরেই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়।

৪) ১২ দিন ব্যাঙ্ক বন্ধ:
Reserve Bank of India প্রতিমাসেই ছুটির তালিকা প্রকাশ করে। সেই লিষ্ট কিন্তু সব রাজ্যে এক নয়। তবে এই লিষ্টে সব রাজ্য মিলিয়ে ১২টি ছুটির দিন রয়েছে।

তবে হ্যাঁ কলকাতার ব্যাঙ্কে অতিরিক্ত কোনো ছুটি নেই।মাসের সাপ্তাহিক ৬দিনের ছুটিই বরাদ্দ আছে।

৫) ব্যাঙ্কে বেনামি টাকা নিষ্পত্তি করার কাজ শুরু:
রিজার্ভ Bank of India এর তথ্য অনুযায়ী দেশের ব্যাঙ্কগুলোতে কোটি কোটি টাকা দাবিদারবিহীন অবস্থায় পড়ে রয়েছে। সবটাকাই যে দুর্নীতিগ্রস্ত এমন নয়, আসলে এই অর্থগুলো জমা করার পরে বিনিয়োগকারী কোনও কারণে তা আর তুলতে পারেননি।

একাউন্টের উত্তরাধিকারীও (Nominees) হয়তো সেই অ্যাকাউন্টের বিষয়ে জানেন না। এবার সেই টাকা যোগ্য নমিনিদের ফেরত দিতে কাজ শুরু করেছে Reserve Bank of India! এর জন্য ‘100 Day 100 Pay’ ফর্মুলার রাস্তায় হেঁটেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক(Central Bank)। এর আওতায় RBI -এর তরফে জেলায় জেলায় ক্যাম্পেইন (Campaign) করা হবে ও জমা বেনামি টাকার প্রকৃত নমিনিদের (Real Nominees) খুঁজে নিয়ে টাকা দেওয়া হবে।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker