Sahitya Akademi Vacancy: মোটা বেতনে সাহিত্য অ্যাকাডেমিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন চলছে।
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক-এর তরফে সাহিত্য অকাদেমিতে একাধিক বিভাগে বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে সাহিত্য অ্যাকাডেমি-র অফিসিয়াল ওয়েবসাইটে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। (Sahitya Akademi Recruitment)
ভারতের যেকোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই উপযুক্ত যোগ্যতাসম্পন্ন ছেলে এবং মেয়েরা আবেদন করতে পারবেন।
সাহিত্য অ্যাকাডেমিতে বিভিন্ন পদে নিয়োগের যোগ্যতা, বেতন, বয়সসীমা ইত্যাদি সম্পর্কে নীচে বিস্তারিত আলোচনা করা হলো। আরো তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিন।
Table of Contents
পদের নাম-
ডেপুটি সেক্রেটারি (জেনারেল),
সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট,
পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট,
প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট,
স্টেনোগ্রাফার গ্রেড ২,
মাল্টি টাস্কিং স্টাফ
মোট শূন্যপদ-
মোট ৯ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
মাসিক বেতন-
ডেপুটি সেক্রেটারি: 67,700-2,08,700 টাকা
সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট: 35,400-1,12,400 টাকা
পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট: 35,400-1,12,400 টাকা
প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট: 35,400-1,12,400 টাকা
স্টেনোগ্রাফার গ্রেড ২: 25,500-81,100 টাকা
মাল্টি টাস্কিং স্টাফ: 18000-56900 টাকা
আবেদন শুরু-
১৩/০৫/২০২৩
আবেদন শেষ-
১২/০৬/২০২৩
বয়সসীমা-
আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আবশ্যিক যোগ্যতা-
CLICK HERE
নিয়োগ পদ্ধতি-
আবেদন পত্রগুলি ভালোভাবে স্ক্রুটিনি করার পর লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন মূল্য-
আবেদন মূল্য সম্পর্কে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।
আবেদন পদ্ধতি-
সাহিত্য অকাদেমি-র অফিসিয়াল ওয়েবসাইট এর হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’অপশনে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। আবেদনপত্র ডাউনলোড করে, পূরণ করে এবং প্রয়োজনীয় সমস্ত নথি সংযুক্ত করে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে।
Important Links
Official Notification: Download Now
Application Form: Download Now
Official Website: Click Here