চাকরির-খবরটাকা-পয়সা

দ্রুত বেতন বাড়বে এই ৯টি পেশাতে, সেরা চাকরির তালিকায় রয়েছে কোনগুলি? জানুন

সকলেই স্বপ্ন দেখেন মোটা অংকের বেতনের চাকরি করার। মাধ্যমিকেও উচ্চ মাধ্যমিকের পর অনেকে পরিবারের চাপের কারণে অন্যান্য পেশায় যেতে বাধ্য হন। অনেকে আবার উচ্চশিক্ষা সম্পূর্ণ করে অন্য পেশায় প্রবেশ করেন। তবে বিভিন্ন পেশার বেতন আলাদা আলাদা।

খুব সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ফিউচার অফ জবস রিপোর্ট ২০২৩-এর তরফ থেকে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে দ্রুত বেতন বর্ধনশীল চাকরিগুলির সম্পর্কে বলা হয়েছে। জেনে নেওয়া যাক এই চাকরিগুলি কি কি।

1) এআই এবং মেশিন লার্নিং বিশেষজ্ঞ: (AI and Machine Learning specialists):

মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং বিশেষজ্ঞরা বিভিন্ন বড় প্রযুক্তির উন্নয়ন এবং রক্ষনাবেক্ষনের কাজ করেন। এই পেশাতে খুব দ্রুত বেতন বৃদ্ধি পাচ্ছে।

2) বিআই অ্যানালিটিক্স (BI Analysts):

একজন BI অ্যানালিটিক্স বড় ডেটাসেট নিয়ে কাজ করেন এবং সংগঠনের গ্রোথের জন্য বিভিন্ন সরঞ্জাম এবং প্রযুক্তি ব্যবহার করে থাকেন।

3) স্থায়িত্ব বিশেষজ্ঞ:(Sustainability Specialists )

কর্ম প্রতিষ্ঠানের স্থায়িত্ব বৃদ্ধি অনুশীলনের জন্য এবং সেগুলি বাস্তবায়নের কাজ করেন এই কর্মীরা। এই পেশাটিও দ্রুত বর্ধনশীল বেতনের চাকরি তালিকায় রয়েছে।

4) কৃষি সরঞ্জাম অপারেটর(Agricultural Equipment Operators)

এই পেশায় কাজ হল কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন ভারী যন্ত্রপাপ্তির রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা করা।

5) ফিনটেক ইঞ্জিনিয়ার্স(Fintech Engineers):

এই বিষয়ে ইঞ্জিনিয়াররা প্রযুক্তি এবং আর্থিক বিষয়ের মধ্যে সমন্বয় সাধন করে থাকেন।

6) ডাটা বিশ্লেষক এবং বিজ্ঞানী(Data Analysts and Scientist)

ডাটা বিশ্লেষক এবং বিজ্ঞানীরা সাধারণত বিভিন্ন ডিভাইস ব্যবহার করে বিভিন্ন ধরনের ডাটা সংগ্রহ, বিশ্লেষণ এবং ডাটা প্রক্রিয়ার কাজ করে থাকেন।

7) রোবোটিক্স ইঞ্জিনিয়ার(Robotics Engineer):

বিভিন্ন রকম রোবটের সিস্টেম তৈরি করা, সিস্টেম ডিজাইন করা, রোবটের পর্যবেক্ষণ এবং রক্ষনাবেক্ষণ করা এই পেশাতে করতে হয়।

8) ইলেক্ট্রোটেকনোলজি ইঞ্জিনিয়ার(Electrotechnology Engineers):

আমরা যে সমস্ত ইলেকট্রনিক সিস্টেম এবং ডিভাইস ব্যবহার করি, সেগুলি ডিজাইন করেন ইলেক্ট্রোটেকনোলজি ইঞ্জিনিয়াররা। তাছাড়া বড় বড় সংস্থার ব্যবহৃত ইলেকট্রিক সিস্টেম এবং ডিভাইসগুলির ডিজাইন-ও এনারা তৈরি করে থাকেন।

9) তথ্য নিরাপত্তা বিশ্লেষক(Information Security Analysts):

এই পেশাটি একটু অন্যরকম। বিশেষত কোন প্রতিষ্ঠানের তথ্য রক্ষা করা তথ্য চুরির এবং ক্ষতির হাত থেকে রক্ষা করা এনাদের কাজ। যাতে করে হ্যাকাররা প্রতিষ্ঠানের কোন তথ্য হাতিয়ে নিতে পারে সেদিকে ও এনারা দেখাশোনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker