Madhyamik & HS Result: মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টের তারিখ নিয়ে বিভ্রান্তি, ছড়াচ্ছে ভুয়ো খবর।
চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল গত ৪ঠা মার্চ এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল গত ২৭শে মার্চ। পরীক্ষার পরে পেরিয়ে গেছে দুই মাসের মতো সময়। জীবনের দুটি বড়ো পরীক্ষা সকল ছাত্রছাত্রীদের।
স্বভাবতই এই মুহূর্তে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ফলাফল (Madhyamik and Higher Secondary Result) নিয়ে চলছে চূড়ান্ত চিন্তাভাবনা পরীক্ষার্থী ও অভিভাবকদের মনে। চলতি মাসের মধ্যেই এই দুই পরীক্ষার ফলাফল প্রকাশ পাওয়ার সম্ভাবনা চূড়ান্ত। সেই অনুযায়ী মধ্যশিক্ষা পর্ষদ শেষ পর্যায়ের কাজ করছে।
আর এখানেই হয়েছে সমস্যা। কীরকম সমস্যা? এখনো পর্যন্ত পর্ষদের তরফে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করার চূড়ান্ত দিন ঘোষণা করা হয়নি অথচ সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর(Fake News) ইতিমধ্যেই ছড়িয়ে যাচ্ছে অর্থাৎ পর্ষদ দিন ঘোষণা করার আগেই সোশ্যাল মিডিয়ায় ভুয়ো দিনক্ষণ ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন মাধ্যমে।
আপনাদের কাছে তাই একান্ত অনুরোধ যে ভুয়ো খবরে বিশ্বাস করবেন না। ফলাফলের নির্দিষ্ট দিনক্ষণ জানতে শুধুমাত্র চোখ রাখুন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটগুলি হলো-
wbresults.nic.in,
wbchse.nic.in এবং
wbbse.org
এই ওয়েবসাইটগুলি বাদে আর কোনো ভুয়ো তথ্য বিশ্বাস করবেন না।
এই খবরটি নিজের চেনা পরিচিত মাধ্যমে ছড়িয়ে দিন যাতে সকলেই সাবধান হতে পারেন এবং ঠিক দিনের ঘোষণা হলে আমাদের নিউজ পোর্টাল (News Portal) আপনাদের কাছে সঠিক খবর পৌঁছনোর দায়িত্ব পালন করবে।
-Written by Riya Ghosh