Home

পাইথন ও এনিমেশন শিখতে চান? কম খরচে কোর্সের সুযোগ দিচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ।

বর্তমানে প্রযুক্তি যেমন উন্নত হয়েছে, তার সাথে সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(Artificial Intelligence), ডেটা সাইন্স(Data Science) সহ একাধিক বিষয়ের চাহিদাও বেড়েছে। এগুলির জন্য পাইথন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ(Python Language) এর গুরুত্ব সর্বাধিক। পাশাপাশি অ্যানিমেশন নিয়েও কাজের বিভিন্ন রকম সুযোগ রয়েছে। বর্তমানে উচ্চমাধ্যমিকের পর সকলেই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চান না। তারা অন্য কোন শিক্ষা জগতে প্রবেশ করতে চান। বিশেষ করে তাদের কথা মাথায় রেখেই পাইথন এবং অ্যানিমেশন কোর্স (Animation Course) শুরু করতে চলেছে সেন্ট জেভিয়ার্স কলেজ(St. Xaviers College)। যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যানিমেশন এবং পাইথন কোর্স করতে চান, তারা সেন্ট জেভিয়ার্স কলেজে নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি হতে পারেন।

সেন্ট জেভিয়ার্স কলেজে পাইথন ল্যাঙ্গুয়েজ কোর্স এবং এনিমেশন কোর্সের ব্যাপারে বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

কিভাবে কোর্স টি করানো হবে?

পুরোপুরি অনলাইনের মাধ্যমে এই কোর্সটি করানো হবে। ছাত্রছাত্রীদেরকে কলেজে হাজিরা দেবার কোন প্রয়োজন নেই।

কোর্সের মেয়াদ কতদিন?

পাইথন কোর্সটি চলবে মোট ৫ সপ্তাহ ধরে।

অ্যানিমেশন কোর্সটি হবে ১২ মাসের, যেখানে প্রত্যেক সপ্তাহে তিন থেকে চার দিন ক্লাস হবে।

কখন ক্লাস হবে?

পাইথন কোর্সটি(Python Programming language Course) প্রত্যেক সপ্তাহের শনিবার এবং রবিবার বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত ক্লাস হবে।

অ্যানিমেশন কোর্স(Animation Course) টি হবে বিকেল ৫টা থেকে ৭ টা পর্যন্ত। তবে শনিবার বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ক্লাস হবে।

কোর্সের আবেদন মূল্য কত?

এই কোর্সটি করার জন্য আপনাকে এককালীন ২০০০ টাকা জমা করতে হবে, যা অন্যান্য সংস্থার কোর্স ফি থেকে অনেকটাই কম। কলেজের ওয়েবসাইটে গিয়ে এই আবেদন মূল্য জমা করতে হবে।

মাল্টিমিডিয়া অ্যানিমেশন কোর্স টি করার জন্য ৩৮৫০০ টাকা জমা দিতে হবে।

আবেদনের যোগ্যতা কি?

আবেদনকারীকে অবশ্যই একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে হবে। উইন্ডোজ ১০ যুক্ত ল্যাপটপ বা ডেক্সটপ থাকতে হবে।

অ্যানিমেশন করছে ভর্তির জন্য প্রার্থীকে যেকোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে।।

কি কি শেখানো হবে?

অ্যানিমেশন, গ্রাফিক্স, ভিডিও গেম প্রোগ্রামিং, ভিজুয়াল এফেক্ট, গেম আর্ট সহ বিভিন্ন বিষয় শেখানো হবে।

কবে থেকে ক্লাস শুরু হবে?

আগামী ৩ আগস্ট তারিখ থেকে ক্লাস শুরু হবে।

প্রার্থীদের কিভাবে বাছাই করা হবে?

যিনি আগে আবেদন করবেন, তাকে আগে ভর্তি নেওয়া হবে। এমন পদ্ধতিতে প্রার্থীদের কে সুযোগ দেওয়া হবে।

আবেদন মূল্য জমা করার পর আগামী ৩ আগস্ট তারিখে বিকেল ৪টে ৪৫ মিনিটে এডমিশন সিট সহ আবেদনকারীকে কলেজে উপস্থিত হতে হবে।

আরো বিশদে জানার জন্য সেন্ট জেভিয়ার্স কলেজের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন।

Official Website: Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker