সবেমাত্র মার্চ মাস শেষ হয়ে এপ্রিল মাস শুরু হয়েছে আর এখন থেকেই গ্রীষ্মের দাবদাহ রীতিমত ছক্কা হাঁকাচ্ছে। গরমের বাড়বাড়ন্ত দেখে নাজেহাল অবস্থা সবার। এরই মধ্যে ঘোষণা হলো রাজ্য সরকারি স্কুলগুলির ছুটির। শুরু হয়েছে এপ্রিল মাস। এখনই গরমের ঠেলায় নাজেহাল প্রত্যেকটি মানুষ। এমনকি অসুস্থ হয়ে পড়েছেন অনেকে ইতিমধ্যেই। এরই মধ্যে আজকে সামনে এল রাজ্যের স্কুলগুলি ছুটির ঘোষণা। কবে আর কতদিন ছুটি দেওয়া হলো তা জানতে প্রতিবেদনটি (Article) পড়ুন।
ইতিমধ্যেই গরমের পারদ চড়েছে ৩৭ ডিগ্রিতে। বাচ্চারা যাতে অসুস্থ না হয়ে পড়ে, তার জন্য নেওয়া হয়েছে রাজ্য সরকারের স্কুলগুলিতে (State Government School) l বিশেষত প্রাথমিক স্কুলগুলিতে ছুটির দিন ঘোষণা। বিভিন্ন স্কুলে ইতিমধ্যেই চলছে পঠন পাঠন আর তার মধ্যেই নেওয়া হয়েছে ছুটির সিদ্ধান্ত।
সূত্র অনুযায়ী জানা গেছে যে আগামী ৬ মে থেকে শুরু হবে গরমের ছুটি। টানা প্রায় একমাস চলবে এই ছুটি। আগামী ২ জুন শেষ হবে এই ছুটি। এই সময়ের মধ্যে রাজ্যের সমস্ত প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলিতে ছুটি থাকবে। এই ছুটির আগে পড়ুয়াদের প্রথম সামেটিভ পরীক্ষাও (Summative Examination) আয়োজিত হবে।
২ জুন অর্থাৎ শুক্রবার অবধি ছুটির পরে ৩ জুন অর্থাৎ শনিবার থেকে খুলবে স্কুলগুলি। এই প্রসঙ্গে অনেকেই বলেছেন যে শনিবার না খুলে সোমবার স্কুল খুললেই বেশি ভালো হতো অর্থাৎ আগামী ৫ জুন স্কুল খোলার কথা বলেছেন অনেকে। প্রসঙ্গত, প্রত্যেক বছর ৯ই মে থেকে ২০ই মে পর্যন্ত স্কুলগুলিতে ছুটি দেওয়া হয়ে থাকে গ্রীষ্মকাল উপলক্ষে।
এছাড়াও এই বছরে আসন্ন লোকসভা নির্বাচন(Loksabha Election)। সেই কারণেও ছুটির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে বলেই জানা গেছে রাজ্যের শিক্ষা দপ্তরের (West Bengal Educational Department) তরফে। ভোট শেষ হচ্ছে ৪ জুন তারিখ অর্থাৎ রবিবার। এদিন রয়েছে ভোটের ফলাফল ঘোষণা। ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হবে ১ তারিখ।
-Written by Riya Ghosh