সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন বাড়ছে রাজ্যের সরকারি কর্মচারীদের।
সামনেই রয়েছে লোকসভা নির্বাচন(Loksava Election)। তার আগেই এই রাজ্যের বিশেষ একশ্রেণীর কর্মচারীদের বেতন বাড়ানো হবে সপ্তম বেতন কমিশনের আওতায়। স্বাধীনতা দিবসের(Independence Day) আগেই এই শ্রেণীর সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করার সুখবর সামনে এলো।
সপ্তম বেতন কমিশনের আওতায় পঞ্চায়েত সচিবদের(Panchayeet Sachib) বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল মধ্যপ্রদেশ সরকার(Madhyapradesh Government)। ইতিমধ্যে এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের রাজ্য মন্ত্রিসভা। বেতন বৃদ্ধি পাবার পর তারা এবার থেকে প্রতি মাসে বেতন পাবেন ৪২ হাজার টাকা।
সূত্রের খবর অনুযায়ী মধ্যপ্রদেশ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে জানিয়েছেন পঞ্চায়েত সচিবদের নিয়ে আসা হবে সপ্তম বেতন কমিশনের আওতায়। এই সিদ্ধান্তে প্রত্যেক বছর কোষাগারের উপর বাড়তি ১৮০ কোটি টাকার বোঝা চাপবে।
মধ্যপ্রদেশের বেশিরভাগ সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) অধীনে বেতন পান। বর্তমানে মধ্যপ্রদেশের সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। চলতি বছর থেকে তারা প্রায় কেন্দ্রীয় হারেই মহার্ঘ ভাতা(Dearness Allowance) পাচ্ছেন। মাস খানেক আগে মধ্যপ্রদেশ সরকার ঘোষণা করেছিল চলতি বছরের জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে সরকারি কর্মচারীদের।
একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে মধ্যপ্রদেশের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়তে পারে খুব শীঘ্রই। তাদের মহার্ঘ ভাতা বেড়ে ৪৫% হতে পারে বলে একাধিক রিপোর্ট থেকে জানা যাচ্ছে।