শিক্ষার খবর

রাজ্য সরকারের উদ্যোগে UPSC চাকরির কোচিং পেতে চাইলে আজই আবেদন করুন।

সবথেকে কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটি হলো Union Public Service Commission বা UPSC! এই পরীক্ষায় যাতে আগামী প্রজন্ম ভালো ভাবে প্রশিক্ষণ নিয়ে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারে তার জন্য সম্প্রতি রাজ্য সরকার এক বিজ্ঞপ্তি জারি করেছে। কী সেই বিজ্ঞপ্তি? আসুন জানি।

রাজ্য সরকারের উদ্যোগে গড়ে ওঠা ‘সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার’ হলো আগামী দিনের পরীক্ষার্থীদের জন্য এক নতুন কোচিং সেন্টার। রাজ্য সরকার এই বিষয়েই বিজ্ঞপ্তি জারি করেছে সম্প্রতি। এই বিজ্ঞপ্তিতে কোচিং সেন্টারের রেজিস্ট্রেশন সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া হয়েছে।

২০২৪ সালের UPSC পরীক্ষায় অংশগ্রহণকারী সমস্ত পরীক্ষার্থীদের ‘সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার'(SNTCSSC)-এ মোট দশ মাসের মধ্যে প্রিলিমস ও মেইনস এক্সামের জন্য ভালোভাবে প্রস্তুত করা হবে। এর সাথেই থাকবে মক টেস্টের সুবিধা।

বর্তমানে ভর্তি চলছে এই কোচিং সেন্টারে। আবেদন শুরু হয়েছে ৬ই মার্চ,২০২৩ থেকে ও চলবে ১০ই এপ্রিল, ২০২৩ অবধি এবং এরপরে সমস্ত আবেদনকারীর অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে আগামী ৭ই মে, ২০২৩ সাল অবধি।

শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীকে অবশ্যই হতে হবে স্নাতক। অর্থাৎ ১লা আগস্ট, ২০২৪ সালের আগে অবশ্যই হতে হবে স্নাতক ডিগ্রীযুক্ত।

বয়স:
UPSC এর নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়স ঠিক করা হয়েছে।

সিলেবাস:
UPSC CSE প্রিলিমস সিলেবাস

মিডিয়াম অফ এক্সামিনেশন:
ইংরেজি ভাষা

মোড অফ এক্সামিনেশন:
ক্রমশ প্রকাশ্য

অনলাইন আবেদনের গাইডলাইন:
রাজ্য সরকারের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিটির শেষের দিকে একটি ফর্মের লিঙ্ক দেওয়া হয়েছে। এই লিঙ্কে ক্লিক করে আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে সমস্ত তথ্য দিয়ে। এরপর সমস্ত তথ্য প্রয়োজনীয় ডকুমেন্টস্ সহ ই-মেল করতে হবে।
সঠিকভাবে পূরণ করবেন কারণ পরে কিন্তু আর এডিট অপশন থাকবেনা। তাই সংশোধনের সুযোগ থাকবেনা।

অ্যাডমিশন টেস্টের ফি:
জেনারেল ক্যাট্যাগরির আবেদন ফি ধার্য হয়েছে ১০০ টাকা। SC, ST এবং OBC ক্যাট্যাগরির আবেদনকারীদের জন্য আবেদন মূল্য ধার্য হয়েছে ৫০ টাকা।

অ্যাডমিশন টেস্টের রেসাল্ট পাবলিশ:
টেস্টের বিষয়ে পরীক্ষার্থীদের পরে জানানো হবে এবং টেস্টের রেসাল্ট প্রকাশিত হবে অফিসিয়াল ওয়েবসাইট www.csscwb.in এ।

টেস্টে যাঁরা সফল হবেন তাঁদের পরবর্তী তথ্য সম্পর্কে অবহিত করা হবে।
তবে, কোনো পরীক্ষার্থী যদি আগেই প্রিমিলিনারী পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে তাঁদের আর অ্যাডমিশন টেস্ট দিতে হবেনা।

কোর্সটির সম্পূর্ণ মূল্য:
প্রতিমাসে জেনারেল ক্যাট্যাগরির জন্য ১০০০ টাকা ও SC,. ST ও OBC ক্যাট্যাগরির জন্য ৫০০ টাকা মূল্য ধার্য হয়েছে। বিস্তারিত জানতে হলে সরকারের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker