চাকরির-খবর

WBPRB: কলকাতা পুলিশের কনস্টেবল পদে তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়োগের নিয়মাবলী প্রকাশিত, জানুন।

সম্প্রতি কলকাতা কনস্টেবল (WBPRB Constable) পদে তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়োগ করা হবে এমন জানা গিয়েছিলো সরকারের তরফে। এবারে তৃতীয় লিঙ্গের (Transgender) নিয়োগের নিয়মাবলী প্রকাশ করলো West Bengal Polic-e Requirment Board অর্থাৎ WBPRB! একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। আজ এই প্রতিবেদনের (Article) মাধ্যমে আমরা সেসব বিস্তারিত ভাবে আলোচনা করবো।

তৃতীয় লিঙ্গের (Transgender) মানুষদের নিয়োগের জন্য যে কোনো আলাদা সংরক্ষণ (Reservation) করা হবে না এটা প্রথমেই জানানো হয়েছিলো। মহিলাদের ক্ষেত্রে যে সংরক্ষণ করা হয় তার মধ্যেই ১% তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য রাখা হবে। এবার নিয়োগের নিয়মাবলী কী কী বলা হয়েছে জানা যাক:

উচ্চতা ও ওজন:

i) সংরক্ষিত (Reserved Category) বা উপজাতি সম্প্রদায়ের মানুষের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৫৫ সেমি. এবং ওজন হতে হবে ৪৮ কেজি।
ii) সাধারণ সম্প্রদায়ের (General Category) মানুষের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬৩ সেমি. এবং ওজন হতে হবে ৫২ কেজি।

এর সাথেই সকল প্রার্থীদের Physical Efficiency Test বা PET er নিয়মও আছে কিছু যা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিস্তারে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০১৪ সালের ‘নালসা রায়’ অনুসারে প্রথম রূপান্তরকামীদের (Transgender) ‘তৃতীয় লিঙ্গের’ মর্যাদা দেওয়া হয় এবং এরপরে ২০১৯ সালে কেন্দ্রীয় ট্রান্সজেন্ডার অধিকার সুরক্ষা আইন অনুযায়ী নতুন বিধি তৈরি হয় রাজ্যের তরফে। এইভাবেই রাজ্য সরকার তৃতীয় লিঙ্গের মানুষদের পুলিশের চাকরির পদে জায়গা দেবার কথা হয় আর এবার সেই উদ্দেশ্যেই এবার পদক্ষেপ নিলো রাজ্য সরকার।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker