ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে শুরু হয়েছে স্নাতকোত্তর স্তরে আবেদন প্রক্রিয়া।
যেসমস্ত শিক্ষার্থীরা স্নাতকোত্তরে পড়তে চান, তাদের জন্য সুখবর।ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে শুরু হয়েছে স্নাতকোত্তর স্তরে আবেদন প্রক্রিয়া। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে Arts, Science এবং Commerce বিভাগে ভর্তির(Admission in West Bengal State University) জন্য ইউনিভার্সিটির তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
WBSU Admission 2023 এর বিষয়ের নাম, যোগ্যতা এবং আবেদনের(PG Admission) তারিখ সম্পর্কে জানতে পুরো প্রতিবেদনটি দেখুন।
Table of Contents
কোন কোন বিষয় নিয়ে ভর্তি হওয়া যাবে?
WBSU PG Admission 2023 – Arts, Science এবং Commerce বিভাগে ভর্তির জন্য আবেদন করা যাবে।
বাংলা, বায়োকেমিস্ট্রি, শিক্ষা, ইলেকট্রনিক্স, সাংবাদিকতা এবং গনজ্ঞাপন, কম্পিউটার সায়েন্স, ভূগোল, দর্শন, ইংরেজি, রসায়ন, প্রাণীবিজ্ঞান, মাইক্রোবায়োলজি, ইকোনোমিক্স, আরবি, সংস্কৃত, ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং, ইতিহাস, উর্দু, গণিত, ফুড অ্যান্ড নিউট্রিশন, হিন্দি, বাণিজ্য, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান, পদার্থবিজ্ঞান-সহ আরও কিছু বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।
অন্যান্য কোন কোন কোর্স করানো হবে?
মাস্টার অফ বিজনেস অ্যাডমিনস্ট্রেশন(MBA) এবং ব্যচেলার ইন লাইব্রেরী অ্যান্ড ইনফরমেশন সায়েন্সেস বিষয়ে কোর্স করার সুযোগ রয়েছে।
আবেদনের যোগ্যতা কি?
যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হলেই আবেদন(Apply For WBSU PG Admission) করতে পারবেন। অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতার সম্পর্কে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিন।
আবেদন করবেন কিভাবে?
WBSU Admission 2023 তে আবেদনের জন্য প্রথমে West Bengal State University এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে গিয়ে প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ কবে?
আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
এই বিষয়ে আরো বিস্তারিত তথ্যর জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটি(WBSU Official Website) দেখতে পারেন।