Geography

পশ্চিমবঙ্গের ভূগোল MCQ -West Bengal Geograhy MCQ (Part-1)

পশ্চিমবঙ্গের সরকারি চাকরিগুলিতে West Bengal Geography MCQ এসে থাকে। তাই পশ্চিমবঙ্গের ভূগোল MCQ সকলকে গুরুত্ব সহকারে পড়তে হবে।

আপনাদের জন্য এই পেজে বিনামূল্যে MCQ On West Bengal Geography থেকে বাছাইকৃত কিছু এমসিকিউ প্রশ্নোত্তর দেওয়া হলো।

নীচের প্রশ্নগুলি সকলে সঠিকভাবে উত্তর দেওয়া চেষ্টা করুন। এবং নিজেকে যাচাই করে নিন।

Join With Us For ALL Contents (Free)

Telegram Channel:

 Join Now

Facebook Group:

Join Now

West Bengal Geography MCQ:

১। পশ্চিমবঙ্গ কবে গঠিত হয় ?

(ক) ১ জানুয়ারি, ১৯০৫

(খ) ১৫ অগাস্ট, ১৯৪৭

(গ) ২৬ জানুয়ারি, ১৯৫০

(ঘ) ১৪ এপ্রিল, ১৯৪৮

ANS: (খ) ১৫ অগাস্ট, ১৯৪৭

 

২।  পশ্চিমবঙ্গের আয়তন কত বর্গকিমি ?

(ক) ৯৯৭২৫

(খ) ৩৯৮২০

(গ) ৮৮৭৫২

(ঘ) ৩৩৫২০

ANS: (গ) ৮৮৭৫২

 

৩।  পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি ?

(ক) কলকাতা

(খ) দক্ষিন ২৪ পরগনা

(গ) হাওড়া

(ঘ) বাঁকুড়া

ANS: (খ) দক্ষিন ২৪ পরগনা

 

৪।  পশ্চিমবঙ্গের কয়টি প্রশাসনিক বিভাগ আছে ?

(ক) ৩ টি

(খ) ৪ টি

(গ) ৫ টি

(ঘ) ৬ টি

ANS: (গ) ৫ টি

 

৫।  পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি ?

(ক) আলিপুরদুয়ার

(খ) কলকাতা

(গ) ঝাড়গ্রাম

(ঘ) হাওড়া

ANS: (খ) কলকাতা

 

৬।  পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা সর্বাধিক ?

(ক) কলকাতা

(খ) উত্তর ২৪ পরগনা

(গ) হাওড়া

(ঘ) বাঁকুড়া

ANS: (খ) উত্তর ২৪ পরগনা

 

৭।  পশ্চিমবঙ্গের কোন জেলায় জনঘনত্ব সর্বাধিক ?

(ক) কলকাতা

(খ) উত্তর ২৪ পরগনা

(গ) হাওড়া

(ঘ) নদীয়া

ANS:  (ক) কলকাতা

 

৮।  পশ্চিমবঙ্গের নবতম জেলা কোনটি ?

(ক) আলিপুরদুয়ার

(খ) পশ্চিম বর্ধমান

(গ) ঝাড়গ্রাম

(ঘ) কালিম্পং

ANS: (খ) পশ্চিম বর্ধমান

 

৯।  পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কোনটি ?

(ক) আম

(খ) ছাতিম

(গ) বট

(ঘ) পলাশ

ANS: (খ) ছাতিম

 

১০।  পশ্চিমবঙ্গের কোন জেলা ‘ছৌ’ নৃত্যের জন্য বিখ্যাত ?

(ক) বীরভূম

(খ) বাঁকুড়া

(গ) পুরুলিয়া

(ঘ) নদীয়া

ANS: (গ) পুরুলিয়া

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker