পশ্চিমবঙ্গের সরকারি চাকরিগুলিতে West Bengal Geography MCQ এসে থাকে। তাই পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর সকলকে গুরুত্ব সহকারে পড়তে হবে।
আপনাদের জন্য এই পেজে বিনামূল্যে MCQ On West Bengal Geography থেকে বাছাইকৃত কিছু এমসিকিউ প্রশ্নোত্তর দেওয়া হলো।
নীচের প্রশ্নগুলি সকলে সঠিকভাবে উত্তর দেওয়া চেষ্টা করুন। এবং নিজেকে যাচাই করে নিন।
Join With Us For ALL Contents (Free) |
|
Telegram Channel: |
|
Facebook Group: |
Table of Contents
West Bengal Geography MCQ:
১।পশ্চিমবঙ্গের কোন জায়গাটি ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ স্থান ?
(ক) কলকাতা
(খ) দীঘা
(গ) সুন্দরবন
(ঘ) তারাপীঠ
(গ) সুন্দরবন
২।পশ্চিমবঙ্গের রাজ্য পশু কী ?
(ক) রয়্যাল বেঙ্গল টাইগার
(খ) মেছোবিড়াল
(গ) হাতি
(ঘ) গন্ডার
(খ) মেছোবিড়াল
৩।পশ্চিমবঙ্গের কোন জেলা বঙ্গউপসাগরকে স্পর্শ করেছে ?
(ক) পূর্ব মেদিনীপুর
(খ) হাওড়া
(গ) নদিয়া
(ঘ) হুগলী
(ক) পূর্ব মেদিনীপুর
৪।পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি ?
(ক) ময়ূর
(খ) কোকিল
(গ) মাছরাঙা
(ঘ) চড়ুই
(গ) মাছরাঙা
৫।ঝাড়গ্রাম জেলাটি কোন জেলা ভেঙে গঠিত হয় ?
(ক) পূর্ব মেদিনীপুর
(খ) পশ্চিম মেদিনীপুর
(গ) পুরুলিয়া
(ঘ) নদীয়া
(খ) পশ্চিম মেদিনীপুর
৬।উত্তর ২৪ পরগণা জেলার সদর শহর কোনটি ?
(ক) বসিরহাট
(খ) বারাসাত
(গ) ব্যারাকপুর
(ঘ) দমদম
(খ) বারাসাত
৭।পশ্চিমবঙ্গ ভারতের মোট ক্ষেত্রফলের কত শতাংশ ?
(ক) ২%
(খ) ৪%
(গ) ৬%
(ঘ) ৮%
(ক) ২%
৮।পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি ?
(ক) মালবন
(খ) সুন্দরবন
(গ) মুথুপেট
(ঘ) কোরিংগা
(খ) সুন্দরবন
৯।পশ্চিমবঙ্গে মোট কটি জেলা আছে ?
(ক) ১৯
(খ) ২১
(গ) ২৩
(ঘ) ২৪
(গ) ২৩
১০।পুরুলিয়া জেলার আদ্রা বিখ্যাত কেন ?
(ক) রেলওয়ে জংশন
(খ) সদর শহর
(গ) তীর্থস্থান
(ঘ) পর্যটন কেন্দ্র
(ক) রেলওয়ে জংশন