পঞ্চায়েত নির্বাচনের দিন জেলায় জেলায় চালু থাকছে নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম, জেনে রাখুন নম্বরগুলি।
আগামী শনিবার রাজ্যে হতে চলেছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন(WB Panchayat Election)। এবারের নির্বাচনে আদালতের নির্দেশে ৫০:৫০ অনুপাতে বুথে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। গতবারের পঞ্চায়েত নির্বাচনে ভোটের দিন প্রায় ১৮ জনের মৃত্যু হয়। এবার সেই ঝামেলা এড়াতে আর কোনোরকম নিরাপত্তার ফাঁক রাখতে চায়না কমিশন(Election Commission)।
নির্বাচনের আগেই শুরু হয়েছে বহু জায়গায় গন্ডগোল। তাই পাছে যদি কেউ ভোট দিতে গিয়ে কেউ যদি অশান্তির মধ্য পড়েন বা চোখের সামনে দেখতে পান কারচুপি, ভোটলুট হচ্ছে, তবে তিনি সরাসরি ফোন করে নির্বাচন কমিশনকে ফোন করে জানাতে পারবেন। তার জন্য খোলা হচ্ছে কন্ট্রোল রুম(Control Room)। প্রতিটি জেলায় কমিশনের বিশেষ পর্যবেক্ষক থাকবেন তাঁরই নম্বর দেওয়া থাকছে তালিকায়।
নিচে সবিস্তারে সমস্ত কন্ট্রোল রুমের (Control Room) স্পেশাল পর্যবেক্ষকের নাম ও ফোন নম্বর দেওয়া হলো:
১) আলিপুরদুয়ার স্পেশাল পর্যবেক্ষক মহম্মদ ইকলাখ ইসলাম(Muhammad Iklakh Islam), IAS – 704784998/ 9836172882
২) বাঁকুড়া স্পেশাল পর্যবেক্ষক নীলাঞ্জনা দাশগুপ্ত(Nilanjana Dasgupta) – 90461 40452
৩) বীরভূম জেলার জন্য পর্যবেক্ষক – জয়দীপ দত্তগুপ্ত(Joydeep Dasgupta) – 7551064046
৪) কোচবিহার জেলার জন্য পর্যবেক্ষক – প্রসেনজিৎ হানস(Prasenjit Hans) – 7583985214
৫) দক্ষিণ দিনাজপুর জেলার পর্যবেক্ষক – দীপঙ্কর চৌধুরী(Dipankar Chowdhury) – 8972494807
৬) দার্জিলিং ও কালিম্পং জেলার জন্য পর্যবেক্ষক – প্রভুধ্য দত্ত দ্রাবিড় প্রধান(Prabhudya Dutta Dravid Pradhan) – 94341155218/ 8250883909
৭) হুগলি জেলার পর্যবেক্ষক নন্দিনী ঘোষ(Nandini Ghosh) – 7439985318
৮) হাওড়া জেলার জন্য অজয় ভট্টাচার্য(Ajay Bhattacharya) – 6292317904
৯) জলপাইগুড়ি জেলার পর্যবেক্ষক – সুজাতা ঘোষ(Sujata Ghosh) – 8670897101
১০) ঝাড়গ্রাম জেলার পর্যবেক্ষক – গোলাম হাসান ওবাদির রহমান(Golam Hasan Oyabir Rahman) – 8918970277
১১) মালদা জেলার পর্যবেক্ষক – নিরঞ্জন কুমার(Niranjan Kumar) – 9749837179
১২) নদিয়া জেলার পর্যবেক্ষক – অচিন্ত্য কুমার পতি(Achintya Kumar Pati) – 9046694730
১৩) উত্তর ২৪ পরগনা জেলার পর্যবেক্ষক – অভিষেক কুমার তিওয়ারি(Abhishek Kumar Tiwari) – 9147180087
১৪) পশ্চিম বর্ধমান জেলার পর্যবেক্ষক – জয়দীপ মুখোপাধ্যায়(Jaydeep Mukhopadhyay) – 6296427904
১৫) পশ্চিম মেদিনীপুর জেলার পর্যবেক্ষক, আর অর্জুন(R Arjun) – 9073938057
১৬) পূর্ব বর্ধমান জেলার পর্যবেক্ষক, ইউ স্বরূপ(U Swarup) – 7719363764
১৭) পুরুলিয়া জেলার পর্যবেক্ষক – কোনথাম সুধীর(Kontham Sudhir) – 9046141506
১৮) দক্ষিণ ২৪ পরগনা জেলার পর্যবেক্ষক, অনুরাগ শ্রীবাস্তব( Anurag Srivastaba) – 9147180190
১৯) উত্তর দিনাজপুর জেলার পর্যবেক্ষক, উত্তম কুমার পাত্র(Uttam Kumar Patra) – 9800874631
এছাড়াও রাজ্য নির্বাচন কমিশনের নিজস্ব হেল্পলাইন নম্বর হল 800 345 5553।
রাজ্যের মোট ১৯টি জেলায় হচ্ছে ভোট। আগামী শনিবার নির্বাচন। যাঁরা ভোট দিতে যাবেন তাঁরা কোনোরকম ঝামেলা এড়াতে সকাল সকাল যেতে পারেন।
-Written by Riya Ghosh