সবাই আমরা জানি যে মাধ্যমিক পরীক্ষার(Madhyamik Examination) পরেই হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা(Higher Secondary Examination) এবং ফলাফল(Result) প্রকাশের ক্ষেত্রেও আগে মাধ্যমিক ও পরে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ ঘটে। কিন্তু বর্তমানে অন্য একটি জল্পনা নিয়ে শুরু হয়েছে শিক্ষামহলে শোরগোল। কি সেই জল্পনা? আসুন জানা যাক।
একটি সূত্রে খবর যে বিগত বছর অর্থাৎ ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফলের আগেই প্রকাশ পেতে পারে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল(Result of Higher Secondary Examination)। একটি মহলের তরফে দাবি করা হয়েছে যে এপ্রিলের তৃতীয় ও চতুর্থ সপ্তাহের মধ্যে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করে দেওয়া হতে পারে। যদিও এই বিষয়ে পর্ষদের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি এখনো।
এছাড়াও জল্পনা শুরু হয়েছে যে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ হলেও সেদিন স্কুলগুলির হাতে মার্কশিট এবং সার্টিফিকেট (Marksheet and Certificate) দেওয়া হবে না। আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের দিন শুধুমাত্র অনলাইনে নিজেদের প্রাপ্ত নম্বর দেখতে পাবেন প্রার্থীরা এবং এই ফলাফল প্রকাশের হপ্তাদুয়েক পরে স্কুলগুলিতে উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট প্রদান করা হবে বলে জানা গেছে এই জল্পনাকারী মহলের তরফে।
গত বছরের অর্থাৎ ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। সাধারণ ভাবে সেইমতো মাধ্যমিকের পরেই উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করার কথা। বিগত প্রতি বছর এমনটাই হয়ে এসেছে। কিন্তু এই বছরে মাধ্যমিকের আগেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করে দেওয়া হতে পারে বলে জল্পনা চলছে।
এবার জেনে নিন যে কিভাবে আপনি উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবেন?
I) উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল জানার জন্য প্রথমে পরীক্ষার্থীকে যেতে হবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে(Official Website)।
ii) এবারে ওয়েবসাইটের হোমপেজে ‘West Bengal Council of Higher Secondary Education Examination – 2024’ এ ক্লিক করে নিজের প্রয়োজনীয় তথ্য নিয়ে পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট(Result) দেখতে পারবেন।
Official Website:
wbresults.nic.in
-Written by Riya Ghosh