Yuvasree Prakalpa: প্রকাশিত হলো যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্ট, এই কাজটি করলে পাবেন মাসে মাসে টাকা।
পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গের জনগণের কথা মাথায় রেখে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পগুলির মধ্যে যেমন সমাজকল্যাণমূলক প্রকল্প আছে, তেমনি রয়েছে বিভিন্ন রকম স্কলারশিপ প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের একটি স্কিমের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের মাসে মাসে ভাতা দেওয়া হয়, এই প্রকল্পটির নাম হলো যুবশ্রী প্রকল্প(Yuvasree Prakalpa)। আর্থসামাজিকভাবে যারা পিছিয়ে আছে, তেমন পরিবারের যুবক-যুবতীরা যদি সম্পূর্ণ বেকার থাকেন তবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাদের প্রত্যেক মাসে ভাতা দেওয়া হয়। এটি বেকার ভাতা(Bekar Vata) নামেও পরিচিত।।
পশ্চিমবঙ্গ এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের (West Bengal Emploment Bank) তরফ থেকে যুবশ্রী প্রকল্পের(Yuvasree Prakalpa) নতুন লিস্ট প্রকাশ করা হলো। এই তালিকাতে যাদের নাম রয়েছে তারা প্রত্যেক মাসে পাবেন দেড় হাজার টাকা। তবে টাকা পাওয়ার জন্য তাদেরকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে।
এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে প্রকাশিত যুবশ্রী প্রকল্পের তালিকায়(Yuvasree Prakalpa New List 2023) মোট ২০ হাজার জনের নামের তালিকা প্রকাশিত হয়েছে। যাদের নাম প্রকাশিত হয়েছে, তাদেরকে দুটি ফর্ম সাবমিট করতে হবে, তবেই তারা প্রত্যেক মাসে ১৫০০ টাকা করে যুবশ্রী ভাতা পাবেন।
যারা যারা বেকার ভাতা পাওয়ার যোগ্য, এমন ২০ হাজার জনের নামের তালিকা প্রকাশ হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে। এই তালিকায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার প্রত্যেকটি সাব ডিভিশন এলাকার বেকার ছেলেমেয়েদের নাম রয়েছে। এবার তাদেরকে দুটি ফর্ম সাবমিট করতে হবে। তবে মিলবে প্রতিমাসে ১৫০০ টাকা।
যাদের নাম প্রকাশিত হয়েছে, তাদেরকে প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট: employmentbankwb.gov.in
এখানে “VIEW YUVASREE WAITING LIST” অপশনে ক্লিক করলে নতুন লিস্ট দেখা যাবে।
১৭ এপ্রিল থেকে ১ জুনের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংকে অনলাইনের মাধ্যমে জমা করতে হবে। এবং সেটির প্রিন্ট আউট রাখতে হবে।
এরপর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে(Employment Exchange Office) ভ্যালিডেশন এর জন্য ১ জুন তারিখের মধ্যে জমা করতে হবে দ্বিতীয় আবেদন ফর্মটি।
আবেদন পত্রের ফর্ম গুলি এম্প্লয়মেন্ট ব্যাঙ্ক এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন প্রার্থীরা।