বন্ধুরা আজ ডিএনএ (DNA) যুক্ত ভাইরাস ও আরএনএ (RNA) যুক্ত ভাইরাসের উদাহরণ তালিকা দেওয়া হলো।বিভিন্ন পরীক্ষাতে DNA যুক্ত ভাইরাস ও RNA যুক্ত ভাইরাসের উদাহরণ প্রশ্ন হিসাবে এসে থাকে।
DNA-এর পূর্ণরুপ হলো Deoxyribonucleic Acid এবং RNA-এর পূর্ণরুপ হলো Ribonucleic Acid। নীচে আপনাদের জন্য উদ্ভিদ ভাইরাস, ব্যাকটেরিয়া ভাইরাস, প্রাণী ভাইরাসের নামসহ উদাহরণ দেওয়া হলো।
রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরি পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে ঘুরিয়ে ফিরিয়ে। যেমন প্রশ্ন আসে, “DNA & RNA এর পূর্ণরূপ কি ?” এবং”একটি RNA যুক্ত প্রাণী ভাইরাসের নাম কি?” উত্তর হবে-ইনফ্লুয়েঞ্জা।
তাই নীচে দেওয়া টেবিলটি ভালোভাবে পড়লে সমস্তরকম প্রশ্নের উত্তর করা সম্ভব।
Join With Us For ALL Contents (Free) |
|
Telegram Channel: |
|
Facebook Group: |
Table of Contents
ডিএনএ (DNA) যুক্ত ভাইরাস ও আরএনএ (RNA) যুক্ত ভাইরাসের উদাহরণ :
DNA-যুক্ত ভাইরাস-
-
উদ্ভিদ ভাইরাস:
ফুলকপির মোজেক ভাইরাস,সায়ানোফাজ ভাইরাস।
-
ব্যাকটেরিয়া ভাইরাস:
ফাজ ভাইরাস (T2)
-
প্রাণীভাইরাস:
বসন্তভাইরাস, পোলিওভাইরাস, হার্পিসভাইরাস
RNA-যুক্ত ভাইরাস-
-
উদ্ভিদ ভাইরাস:
TMV,BMV, PMV ইত্যাদি।
-
প্রাণী ভাইরাস :
ইনফ্লুয়েঞ্জা, রিওভাইরাস
-
ব্যাকটিরিয়া ভাইরাস:
MS-2, MS-12 ইত্যাদি।
DNA-RNA ভাইরাস-
- লিউকো ভাইরাস, রসরকোমা।
PDF File Download Details:
File Name- |
DNA and RNA Viruses Examples |
Telegram Channel- |
|
File Size- |
482 kb |
No of Pages- |
01 |
PDF Language- |
Bengali |
Last Update- |
26/03/2021 |
PDF Owner- |
GkBaba.in |
Download Link- |