Resultখবর

চলতি মাসেই কি প্রকাশ হবে মাধ্যমিকের ফলাফল? জেনে নিন কিভাবে জানবেন নিজের রেজাল্ট।

চারিদিকে এখন ভোটের (Election) হাওয়া। জেলায় জেলায় ভোট শুরু হবে শীঘ্রই। পর্ষদ সূত্রে খবর যে এই চলতি মাস অর্থাৎ এপ্রিলেই হবে মাধ্যমিকের ফলাফল প্রকাশ। চলতি মাসের শেষের দিকে প্রকাশ পেতে পারে মাধ্যমিকের ফলাফল। কিন্তু কিভাবে বাড়ি বসেই চেক করবেন নিজের রেজাল্ট(How to check your result in home)? জেনে নিন।

সূত্র অনুযায়ী আগামী ২০ এপ্রিলের পর প্রকাশিত হতে পারে মাধ্যমিকের ফলাফল(Madhyamik Result)। ফলাফল জানার জন্য পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) অর্থাৎ wbresults.nic.in ওয়েবসাইট থেকেই পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট ডাউনলোড (Result Download) করতে পারবেন।

মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল এই বছরের অর্থাৎ ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল। পরীক্ষার্থীদের নুন্যতম ৩৪% নম্বর পেতে হবে উত্তীর্ণ হবার জন্য। ফলাফল জানার জন্য পর্ষদের ওয়েবসাইটে গিয়ে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা তাদের ফলাফল দেখতে পারবেন।

কিভাবে চেক করবেন রেজাল্ট? দেখে নিন ধাপে ধাপে:

i) প্রথমে ছাত্রছাত্রী ও অভিভাবককে পর্ষদের ওয়েবসাইট অর্থাৎ wbresults.nic.in অথবা www.wbbse.wb.gov.in এ যেতে হবে।

ii) এবার WBBSE এর মাধ্যমিক রেজাল্ট লিঙ্কে (Madhyamik Result Link) ক্লিক করুন।

iii) তারপর ওয়েবসাইটে লগ ইন করুন নিজেদের রোল নম্বর এবং জন্ম তারিখ (Your Roll and Date of Birth) দিয়ে।

iv) এরপর নিজেদের রেজাল্ট দেখতে পারবেন পড়ুয়ারা। আপনি চাইলে এই রেজাল্টের অর্থাৎ মার্কশিটটির পিডিএফ ডাউনলোড (Download the PDF of your result) করে প্রিন্ট করে নিতে পারেন।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker