খবরটেকনোলজি

Reliance Jio New Recharge Plan: ৮৯৫ টাকার রিচার্জ প্ল্যানে Airtel-এর সাথে টক্কর দিতে হাজির Jio

রিলায়েন্স জিও প্রথম থেকেই সবসময় গ্রাহকদের সুবিধার কথা ভেবে এসেছে। কী করলে গ্রাহকদের সবসময় উন্নত পরিষেবা দেওয়া সম্ভব হবে, সেই ব্যাপারে ভেবে এসেছে। বাজারের বাকি টেলিকম কোম্পানিগুলিকে যেমন Vodafone, Airtel- ইত্যাদি সংস্থাগুলিকে ভালো রকম টক্কর দিয়ে এসেছে Jio সবসময়। যতদিন গেছে তত বাকি সংস্থাগুলিও নতুন নতুন প্ল্যান এনেছে বাজারে Jio এর সাথে প্রতিযোগিতার জন্য।

বর্তমানে তাই শুধু জিও নয়, বরং ভোডাফোন বা এয়ারটেলও কম খরচে গ্রাহকদের দিচ্ছে বেশি পরিমাণে ডেটা ও আনলিমিটেড ফ্রি কলের সুবিধা। তবে জিও সবসময় এগিয়ে থাকে। আজ Reliance Jio এর তেমনই এক প্ল্যানের কথা বলতে এসেছি আপনাদের সাথে যাতে করে বেশ ভালোমতো টক্কর বা প্রতিযোগিতাতে নামতে পারে অন্যান্য সংস্থাগুলি। (Reliance Jio New Recharge Plan)

Jio একটি নতুন প্ল্যান এনেছে যার মূল্য মাত্র ৮৯৫ টাকা। আরে দাম দেখে ঘাবড়ে গেলেন নাকি? তাহলে সুযোগ সুবিধাটা জানাই আপনাদের, তখন আর ঘাবড়াবেন না। এই প্ল্যানের বৈধতা ৩৩৬ দিনের অর্থাৎ প্রায় এক বছর। কি সস্তা না! এই প্ল্যানটি আবার ২৮ দিন মেয়াদের ১২টি চক্রে বিভক্ত।

এখানেই শেষ নয়। এই প্ল্যানে থাকছে মোট ২৪ জিবি ডেটা। এর সঙ্গেই ২৮ দিনের জন্য ২ জিবি অতিরিক্ত ডেটা দেওয়া হচ্ছে। বলা বাহুল্য, এই প্ল্যানে অবশ্যই থাকছে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এসএমএস নিয়েও গ্রাহকদের কোনও অভিযোগের সুযোগ দিচ্ছে না জিও। ২৮ দিনের জন্য ৫০টি এসএমএস-এর সুবিধা দেওয়া হচ্ছে অর্থাৎ এই প্ল্যানে রিচার্জ করালে গ্রাহকরা একের পর এক দারুণ দারুণ সুবিধা পেতে চলেছেন।

Jio এর এতদিনের অন্যতম জনপ্রিয় প্ল্যান হলো ১৫২ টাকার রিচার্জ প্ল্যান। ২৮ দিনের ভ্যালিডিটির এই প্ল্যানে মোট ১৪জিবি ডেটা পাওয়া যায়। রয়েছে আনলিমিটেড ফ্রি কলিং-এর বিশেষ সুবিধা। এখানেই শেষ নয়, রয়েছে ৩০০টি Sms এর সুবিধাও। কম খরচে বেশি সুবিধা পেতে গেলে আপনি এই রিচার্জটিও করতে পারেন।

এছাড়াও রয়েছে ২২২ টাকার প্ল্যান। এটিও ২৮দিনের বৈধতাযুক্ত। মোট ৫৬ জিবি ডেটার সুবিধা রয়েছে এই প্ল্যানে। সাথে পাবেন আনলিমিটেড ফ্রি কল এবং ১০০টি Sms এর সুবিধা। এখানেই শেষ নয়! এর সাথেই গ্রাহকরা পেয়ে যাবেন জিও টিভি, জিও সিনেমা এবং জিও সিক্যুরিটির সাবস্ক্রিপশনও।

আপনি এই সকল রিচার্জ যেকোনো অনলাইন মাধ্যমে অর্থাৎ Phonepe, Paytm, Gpay দিয়ে অথবা জিও কোম্পানির নিজস্ব অ্যাপ ‘My Jio’ থেকেও করতে পারবেন আপনি।
-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker