
WhatsApp-এ হঠাৎ করে ইন্টারন্যাশনাল কল আসছে? খবরদার ধরবেন না, বিপদে পড়তে পারেন!
বর্তমানে ভারতের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলির মধ্যে অন্যতম একটি জনপ্রিয় প্লাটফর্ম হল হোয়াটসঅ্যাপ। Whatsapp এর মাধ্যমে ব্যবহারকারীরা কোন মেসেজ,ভয়েস, ভিডিও,ডকুমেন্ট পাঠাতে পারেন বা করতে পারেন কল এবং ভিডিও কল। বর্তমানে ভারতের কয়েক কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ব্যবহার করে থাকেন। পড়াশোনা থেকে শুরু করে চাকরি, ব্যবসা, যোগাযোগ ইত্যাদি বহু কাজে দরকার হয় হোয়াটসঅ্যাপ।
সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি নতুন প্রতারণা চক্র শুরু হয়েছে। ভারতের অনেক গ্রাহকদের হোয়াটসঅ্যাপ এ বাইরের দেশের থেকে ফোন আসছে। বিভিন্ন এজেন্সি মারফত এই নম্বরগুলি দেশের স্ক্যামারদের হাতে চলে আসছে।
ইন্দোনেশিয়া (+62),,ইথিওপিয়া (+251), মালয়েশিয়া (+60), ভিয়েতনাম (+84), কেনিয়া (+254) ইত্যাদি বহু দেশের থেকে কলগুলি আসছে হোয়াটসঅ্যাপে। বেশিরভাগ নম্বরগুলি কোন অ্যাপ মারফত জেনারেট করা, যার জন্য নম্বর গুলির প্রকৃত লোকেশন ট্রেস করা সম্ভব নয়। বা সম্ভব হলেও তা বেশ কষ্টসাধ্য।
হঠাৎ আপনি যদি হোয়াটসঅ্যাপে এমন কোন কল পেয়ে থাকেন, তাহলে তা রিসিভ না করে কেটে দেওয়াই ভালো। এছাড়া কোন অচেনা বিদেশি নম্বর থেকে যদি আপনার হোয়াটসঅ্যাপে কল আসে, তাহলে কখনোই আপনি নিজে থেকে ব্যাক করতে যাবেন না। বরঞ্চ তাকে ব্লক করে দিতে পারেন।
যে কোন চ্যাট ওপেন করার পর ডানদিকে থ্রি ডট অপশনে ক্লিক করার পর একটি অপশন পাবেন More, সেখানে ক্লিক করলে Block বলে একটি অপশন আসবে। এভাবেই আপনি হোয়াটসঅ্যাপে কাউকে ব্লক করতে পারেন। তবে একটি ইন্টারন্যাশনাল নম্বর ব্লক করার পর আপনার হোয়াটসঅ্যাপে অন্য ইন্টারন্যাশনাল নম্বর থেকেও ফোন আসতে পারে। সে ক্ষেত্রেও আপনি ভুলেও কলগুলি রিসিভ করবেন না।
অচেনা নম্বর থেকে আসা কলগুলি রিসিভ করলে আপনার ব্যক্তিগত তথ্য চলে যেতে পারে হ্যাকারদের হাতে। বা সরাসরি আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যেতে পারে। এজন্য নিজে থেকে অবশ্যই সচেতন হন এবং আপনার প্রিয়জন, বন্ধুবান্ধব এবং অভিভাবকদের এই বিষয়টি সম্পর্কে সচেতন করুন।
Written By: তন্ময় দেবনাথ