টেকনোলজি

এবার থেকে গ্রামেও পাওয়া যাবে BSNL এর 4G পরিষেবা। জানুন বিশদে।

ভারতের একমাত্র সরকারি টেলিকম (Telecom) সংস্থা হলো BSNL! তবু এই সংস্থাটি সেভাবে পরিষেবা বহন করতে পারেনা গ্রাহকদের। তবে এবার গ্রাহকদের উন্নত পরিষেবা দেওয়ার জন্য 4G নেটওয়ার্ক আনতে চলেছে বিএসএনএল(BSNL)। শুধু শহর না, গ্রামেও মিলবে এই পরিষেবা।

সারা দেশে একলাখেরও বেশি মোবাইল টাওয়ার (Mobile Tower) বসাচ্ছে Bharat Sanchar Nigam Limited বা BSNL! বিনামূল্যে টাওয়ারগুলি বসানো হবে নির্দিষ্ট স্থানে। এই খবর সম্প্রতি লোকসভায় জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব(Ashwini Vaishnav)। ২০২৩ সালের শেষ অবধি প্রায় ২৫ হাজার বা তারও বেশি প্রত্যন্ত গ্রামে পৌঁছে যাবে BSNL এর 4G পরিষেবা। বিভিন্ন আদিবাসী গ্রামেও পৌঁছে যাবে BSNL তার পরিষেবা নিয়ে! সকলেই এবার থেকে উপভোগ করতে সক্ষম হবে BSNL এর 4G পরিষেবা।

সংস্থাটির দফতরের তরফে জানানো হয়েছে যে,”স্যাচুরেশন স্কিমের (Saturation Scheme) অধীনে দেশের ২৪,৬৮০টি গ্রামে 4G মোবাইল পরিষেবা পৌঁছে যাবে। BSNL এই প্রকল্পের কাজ ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করবে।” সংস্থাটির তরফে জানানো হয়েছে যে মোট দুই হাজার তিনশো তেতাল্লিশ -টি টাওয়ার বসবে। LWE অর্থাৎ Left Wing Extrimism Scheme এর অধীনে অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে পাওয়া জমিতে এই টাওয়ারগুলি বসানো হবে।

আরো জানা যাচ্ছে যে,”LWE-II স্কিমের অধীনে আরও ২,৫৪২টি নতুন মোবাইল টাওয়ার (Mobile Tower) বসানো হবে।” এই প্রকল্পে দেশের মোট ৭,৭৮৯ টি গ্রামকে এই পরিষেবার আওতায় আনার চেষ্টা চলছে।

একটি সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব(Ashwini Vaibhav) জানান যে,”আমি বিষয়টি জানাতে পেরে খুবই আনন্দিত যে খুব শীঘ্রই 4G নেটওয়ার্ক চালু করা হবে এবং ভারতের প্রযুক্তিবিদ, ইঞ্জিনিয়র এবং বিজ্ঞানীরা এই পুরো কাজটি করেছেন। আমরা 4G-র জন্য যে প্রযুক্তি তৈরি করেছি তার জন্য গোটা বিশ্বে আমাদের প্রশংসা হচ্ছে। আমাদের তৈরি প্রযুক্তির মধ্যে রয়েছে কোর নেটওয়ার্ক, রেডিয়ো নেটওয়ার্ক এবং টেলিকম ইক্যুইপমেন্ট।”

যদিও এই প্রসঙ্গে বলা ভালো যে চলতি বছরেই BSNL এর 4G পরিষেবা চালু করার কথা থাকলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে যাচ্ছে। তবে সংস্থাটি এখনো আশ্বাস দিচ্ছে এবছরের শেষের মধ্যেই 4G পরিষেবা চালু করা হবে। 4G পরিষেবার পরে শীঘ্রই 5G পরিষেবাও আনতে চলেছে সংস্থাটি এমনই সূত্রের খবর।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker