অন্যান্য

ED: ইডি কী? কীই বা তাদের কাজ? কিভাবে আপনিও হতে পারেন একজন ইডি অফিসার? জেনে নিন যাবতীয় তথ্য।

চারিদিকে এই দুর্নীতির সময়ে ইডি অফিসারেরা (ED Officer) কিভাবে কাজ করে চলেছেন তা আমাদের সকলের জানা। কিন্তু তাঁদের সম্পর্কে সমস্ত তথ্য হয়তো সবাই জানেন না। তাই আজ আমরা এই প্রতিবেদন (Article) মারফত সেসব বিষয়ে আলোচনা করতে চলেছি।

সবার আগে জানা দরকার যে ইডি (ED) কী বা কাদের বলে?
এককথায় ইডি অফিসার (ED Officer) হলেন তাঁরা, যাঁরা দেশজুড়ে চলতে থাকা দুর্নীতি দমন করেন ও দোষীদের শাস্তি দেন।

ইডি (ED) হলেন কেন্দ্রীয় সরকারের (Central Government) অধীনে কর্মস্থ এমন কিছু অফিসার যাঁরা কোনো ব্যক্তি বা কোনো সংস্থা দ্বারা কোনোরকম অর্থ তছরূপের বিষয় ঘটলে তার তদন্ত করেন এবং দোষীদের শাস্তি দেন।

ইডি(ED)-এর পুরো নাম কি?
ED এর পুরো নাম হলো:
Enforcement Directorate

ইডি(ED)-র কাজ কি?
আগেই বললাম যে ইডির (ED) কাজই হলো দুর্নীতি দমন করে দোষীদের শাস্তি দেওয়া। যে যত উঁচু মাপের ব্যক্তিই হোন না কেন, ইডি (ED) সকলের জন্যই সমান নীতি অনুসরণ করে।

ইডি-র কয়টি দপ্তর (Office) বর্তমান ও কী কী?
ইডির প্রধানত ৪টি দপ্তর বর্তমান। সেগুলি হলো:
i) সদর দপ্তর(Headquarters)
ii) আঞ্চলিক দপ্তর(Regional Office)
iii) জোনাল অফিস(Zonal Office)
iv) সাব-জোনাল অফিস(Sub-zonal Office)

নীচে এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো:
a) সদর দপ্তর(Headquarters):
ইডি-এর সদর দপ্তর বর্তমানে দিল্লিতে (Delhi) অবস্থিত। এই দপ্তরের ইন-চার্জে (In-charge) বর্তমানে আছেন IRS সঞ্জয় কুমার মিশ্র(Sanjay Kumar Mishra)।

b) আঞ্চলিক দপ্তর(Regional Office):
সারা দেশে ইডির মোট পাঁচটি কার্যালয় অবস্থিত। সেগুলি হলো:
১) কলকাতা(Kolkata)
২) দিল্লি(Delhi)
৩) চেন্নাই(Chennai)
৪) মুম্বাই(Mumbai)
৫) চন্ডীগড়(Chandigarh)
প্রতিটি আঞ্চলিক দপ্তরে একজন করে পৃথক আধিকারিক (In-charge) থাকেন।

c) জোনাল অফিস(Zonal Office):
ইডির জোনাল অফিসগুলি মোট ১৬টি জায়গায় অবস্থিত। সেগুলি হলো:
১) পুনে(Pune)
২) ব্যাঙ্গালোর(Bangalore)
৩) চন্ডীগড়(Chandigarh)
৪) শ্রীনগর(Srinagar)
৫) চেন্নাই(Chennai)
৬) কোচি(Kochi)
৭) দিল্লী(Delhi)
৮) পানাজি(Panji)
৯) গুয়াহাটি(Guwahati)
১০) হায়দ্রাবাদ(Hyderabad)
১১) জয়পুর(Jaypur)
১২) জলন্ধর(Jalandhar)
১৩) কলকাতা(Kolkata)
১৪)লখনউ(Lucknow)
১৫) মুম্বাই(Mumbai)
১৬) পাটনা(Patna)
প্রতিটি অফিসের পৃথক ভাবে যুগ্ম আধিকারিক (In-charge) বর্তমান।

d) সাব-জোনাল অফিস(Sub-zonal Office):
বর্তমানে ইডির ১২টি সাব-জোনাল অফিস আছে। এই অফিসগুলির ঠিকানা হলো:
১) ম্যাঙ্গালোর(Mangalore)
২)ভুবনেশ্বর(Bhubaneswar)
৩) নাগপুর(Nagpur)
৪) মাদুরাই(Madurai)
৫) বিশাখাপত্তনম(Visakhapatnam)
৬) এলাহাবাদ(Allahabad)
৭) রায়পুর(Raipur)
৮) রাঁচি(Ranchi)
৯) সুরাট(Surat)
১০) সিমলা(Simla)
১১) দেরাদুন(Dehradun)
১২) জম্মু(Jammu)
সমস্ত অফিসগুলিতে একটি করে উপ-আধিকারিক বর্তমান।

ইডি অফিসার কিভাবে হওয়া যায়?(How to be an ED Officer?)
১) রাষ্ট্র স্তরের পরীক্ষা স্টাফ সিলেকশন কমিশন(Staff Selection Commission) বা SSC এর অধীনে হওয়া CGL পরীক্ষা দিয়ে ইডি অফিসারের (ED Officer) পদ গ্রহণে সক্ষম হওয়া যায়।
২) অন্য পদ্ধতিতে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের (Central Government) অধীনে কর্মরত থাকা অবস্থায় কোনো ব্যক্তি পদোন্নতির (Promotion) মাধ্যমে এই পদ পেতে পারেন।

ইডি অফিসার (ED Officer) হওয়ার জন্য আবশ্যিক যোগ্যতা কী কী?(What are the Essential Qualifications to be an ED Officer?)
১) যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নুন্যতম স্নাতক ডিগ্রিপ্রাপ্ত (Graduation Degree) হতে হবে।
২) অবশ্যই ভারতীয় নাগরিক (Indian Citizen) হতে হবে।

বয়সের সীমা কত?(What is the Age Restriction?)
১) সাধারণ ক্যাট্যাগরির (General Category) সকল প্রার্থীকে অবশ্যই ১৮ থেকে ৩০ বছর বয়সের মধ্যে হতে হবে।
২) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

CGL পরীক্ষার মাধ্যমে ইডি নিয়োগের ধাপগুলি কী কী?(Which are the steps in CGL examination to be an ED Officer?)
১) ২০০ নম্বরের Tier-i পরীক্ষা হয় প্রথম ধাপে।
২) এরপরে ৪০০ নম্বরের Tier-ii পরীক্ষা নেওয়া হবে।
৩) ফাইনালে হয় ১০০ নম্বরের Tier-iii পরীক্ষা।
৪) এই তিনটি ধাপ পেরোলেই আসে DV বা Document Verification!

আরো বিস্তারিত জানতে ইডি-র অফিশিয়াল ওয়েবসাইটে (Official Website) দেখতে পারেন।
Official Website Link: Click Here

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker