৫ই সেপ্টেম্বর রাজ্যে সরকারি ছুটি ঘোষণা। আদৌ এটি সত্যি না মিথ্যে? জেনে নেওয়া যাক।
আমরা সবাই জানি যে ৫ই সেপ্টেম্বর ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণের (Dr. Sarbapalli Radhakrishnan) জন্মদিন যা আমরা সবাই শিক্ষক দিবস (Teacher’s Day) হিসেবে পালন করি। তবে শোনা যাচ্ছে যে এই বছর নাকি ৫ই সেপ্টেম্বর ছুটি ঘোষণা করেছে সরকার(Government)। কথাটি কি আদৌ সত্য? নাকি সবটাই ভুয়ো খবর? জানা যাক সত্যিটা!
খবরটি আংশিক সত্য অর্থাৎ ছুটি(West Bengal Holiday)ঘোষণা করা হয়েছে ঠিকই তবে তা সমগ্র পশ্চিমবঙ্গের (West Bengal) জন্য নয়। তাহলে? ব্যাপারটা আরো ভালো করে বোঝালে বলা যায় যে, পশ্চিমবঙ্গের (West Bengal) নির্দিষ্ট একটি অংশের জন্যই এই ছুটির ঘোষণা করা হয়েছে।
রাজ্যে ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যের অর্থ দপ্তর অর্থাৎ Finance Department এবং সেই অর্থ দপ্তরের তরফেই ছুটি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি (Notice) প্রকাশ করা হয়েছে যাতে ৫ই সেপ্টেম্বরে ছুটি ঘোষণা করার কথা বলা হয়েছে। তবে এই ছুটি পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়, কলেজ, সংস্থা বা অফিসের জন্য নয়।
ছুটির কারণ কি? এই বছরের ৫ সেপ্টেম্বর মঙ্গলবার, ১৫-ধুপগুড়ি(SC) বিধানসভা নির্বাচনী এলাকায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই কারণে Negotiable Instruments Act, 1881 অনুযায়ী এই দিন ধুপগুড়ি বিধানসভা নির্বাচনী এলাকায় সমস্ত সরকারি অফিস, স্কুল ছুটি থাকবে। এই দিন সরকারের আন্ডারটেকিং (Undertaking) সমস্ত সংস্থা, বোর্ড, স্থানীয় সংস্থা এবং কর্পোরেশন বন্ধ থাকবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে যদি কোন কর্মচারী সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের বাসিন্দা হলেও কর্মসূত্রে যদি বাইরে থাকেন তাহলে সেই জায়গায় ভোটের কারণে ছুটি ঘোষণা করা হলে ভোটের তারিখটিতে কর্মস্থলেও(Work Place) ছুটি হিসেবে ঘোষণা করা হয়। সাধারণ ছুটি না, বিশেষ ছুটি ঘোষণা করা হয় যাতে সবাই ভোট দিতে পারেন। যদি কোথাও পুনরায় নির্বাচন (Election) সংঘটিত হয় তাহলে সেই ক্ষেত্রেও সংস্থাগুলির পক্ষ থেকে সমস্ত শ্রমিক এবং কর্মচারীকে সেই দিন ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়।
-Written by Riya Ghosh