অন্যান্য

Summer Tips: এসি ছাড়াই ঘর ঠান্ডা হবে! কীভাবে? আসুন জেনে নেওয়া যাক।

তীব্র গরমে এখন নাজেহাল অবস্থা। ঘরের ভেতরেও গরমে প্রাণ ওষ্ঠাগত! এসি (Air Conditioner) ছাড়া উপায় নেই। যাঁদের বাড়িতে এসি বর্তমান তাদের চিন্তা নেই কিন্তু যাঁদের এসি নেই বা কেনার সামর্থ্য নেই তাঁরা কী করতে পারেন? আসুন এসির বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা করা যাক। (Summer Tips)

১) জানালা দরজা বন্ধ রাখুন:
বেলা বাড়লেই জানালা দরজা বন্ধ করে দিন আর একদম রোদ নামলে খুলুন। ঘর ঠান্ডা থাকার সবচেয়ে সাধারণ উপায় এটি। আর সাথে ঘরে থাকুক ভেন্টিলেটর(Ventilator)। এই ভেন্টিলেটরের মাধ্যমে হাওয়া চলাচল করবে।

২) খসখসের ব্যবহার:
জানলায় খসখস পর্দা হিসেবে দেওয়ার রীতি বহুদিনের। আগেকার দিনে এই খসখসকেই ঠান্ডা বাতাসের জন্য ব্যবহার করতো মানুষ। খসখস জানলাতে পর্দা হিসেবে লাগান। জলে ধুয়ে নিয়ে খসখস ব্যবহার করলে তো আরো ভালো। ঠান্ডা ঠান্ডা বাতাসে আরামে ঘুম আসবে।

৩) গাছ লাগান:
ঘরের মধ্যে ইনডোর প্ল্যান্ট হিসেবে এয়ার পিউরিফায়ার গাছ যেমন স্নেক প্ল্যান্ট(Snake Plant), পিস লিলি(Peace Lilly), স্পাইডার প্ল্যান্ট (Spider Plant) ইত্যাদি লাগাতে পারেন। এই ছোট্ট ছোট্ট গাছগুলি আপনার ঘরের মধ্যে থাকা কার্বন ডাই অক্সাইড (Co2) যুক্ত গরম হাওয়া বার করে ঠান্ডা পরিবেশের সৃষ্টি করবে।

৪) একজস্ট ফ্যান:
ঘরে ঘরে একজস্ট ফ্যান লাগান। এই ফ্যান নিমেষের মধ্যে ঘরের ভেতরের গরম হাওয়াকে বের করে ঠান্ডা হাওয়া সরবরাহ করে আরামদায়ক করে তুলবে ঘরকে।

৫) একবাটি বরফ নিন:
একবাটি বরফ (Ice) নিয়ে টেবিল ফ্যানের সামনে রাখলেই নিমেষের মধ্যে ঘর হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা। নিমেষে মিলবে আরাম। বরফ গলে জল হয়ে গেলেও অনেকক্ষন পর্যন্ত ঘর ঠান্ডা থাকবে। এসির মতোই আরাম পাবেন।

৬) ছাদে সাদা রং করান:
আমরা সবাই জানি যে সাদা রং সবথেকে কম আকর্ষিত করে সূর্যের আলো’কে। তাই এক্ষেত্রে সবথেকে ভালো উপায় হলো ছাদে সাদা রং করা। তাহলে আপনার ঘর ততটা গরম হবেনা। ভালো মতো আরাম পাবেন আর পাবেন গরমের থেকে মুক্তি।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker