অন্যান্যশিক্ষার খবর

মাধ্যমিকে বিরাট কোহলি কত নম্বর পেয়েছিল জানেন? জানলে অবাক হবেন।

আমাদের চোখে যাঁরা পছন্দের তারকা, সে সিনেমাজগতের হোক বা হোক খেলার জগতের; তাঁদের ব্যাপারে ছোট ছোট তথ্য জানা গেলে বড়ই ভালো লাগে। ঠিক তেমনই একজন পছন্দের ক্রিকেট খেলোয়াড় হলেন বিরাট কোহলি (Virat Kohli) যাঁর একের পর এক করা সেঞ্চুরি (Century) বহুবার ভারতকে সম্মানিত করেছে। আজ আমরা তাঁরই জীবনের একটি ঘটনা নিয়ে কথা বলবো। কী সেই ঘটনা? আসুন জানা যাক।

হঠাৎ করেই ফেসবুকে (Facebook) নিজের জীবনের প্রথম বড় পরীক্ষা অর্থাৎ মাধ্যমিকের মার্কশিটের (Marksheet) ছবি পোস্ট করেছেন তিনি।
মার্কশিটের ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে (Caption) লিখেছেন যে,” এটা কী অদ্ভুত! মার্কশিটে যে জিনিসগুলি সবচেয়ে কম গুরুত্ব পায় সেগুলো অনেক সময় আমাদের চরিত্রে সবচেয়ে গুরুত্ব পায়। #LetThereBeSport

মার্কশিটে দেখা যাচ্ছে যে তাঁর স্কুল ছিল, দিল্লির সেভিয়ার কনভেন্ট সেকেন্ডারি স্কুল (Saviour Convent Secondary School) এবং তিনি ২০০৪ সালে মাধ্যমিক পাস করেছেন। কোহলির মার্কশিটে দেখা যাচ্ছে যে দশম শ্রেণিতে তাঁর ৬৯% নম্বর ছিল। দশম শ্রেণীতে তাঁর যে ৬টি বিষয় ছিল, তার মধ্যে ইংরেজিতে ৮৩, হিন্দিতে ৭৫, অঙ্কে ৫১, বিজ্ঞানে ৫৫, সামাজিক বিজ্ঞানে ৮১ নম্বর পেয়েছিলেন। অর্থাৎ ইংরেজিতে সর্বোচ্চ এবং অঙ্কে সর্বনিম্ন নম্বর!

প্রসঙ্গত উল্লেখযোগ্য যে, একটি সাক্ষাৎকারে (Interview) তিনি তাঁর এই অঙ্কের প্রতি ভীতি বা অঙ্ক বিষয়টিকে অপছন্দের কথা বলেছিলেন। তিনি স্পষ্টতই জানিয়েছিলেন যে, অঙ্ক তাঁর এতটাই অপছন্দের ছিল যে তিনি মাধ্যমিকের পরই এমন কিছু নিয়ে পড়বেন যাতে অঙ্ক ব্যাপারটা থাকবে না।

সম্প্রতি নিজের একাধিক বিলাসবহুল গাড়ি বিক্রি করে দিয়েছেন কারণ তিনি উপলব্ধি করেছেন যে কোনোকিছুই প্রয়োজনের অতিরিক্ত থাকা উচিত না।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker