শিক্ষার খবর

Dance and Movement Therapy: যাদবপুরে শুরু হয়েছে এই বিশেষ কোর্স নিয়ে ভর্তি, বিশদে জানুন।

“মম চিত্তে নিতে নৃত্যে, কে যে নাচে।
তা তা থৈ থৈ, তা তা থৈ থৈ”
– রবি ঠাকুরের রচিত এই গানের লাইন গুনগুন করেনি জীবনে একবারও এরকম মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এই গান শুনলেই কিন্তু নাচতে মন করে। নাচ বা নৃত্য কিন্তু মন ভালো রাখতেও খুবই উপকারী আর তাই জন্যই ১৯৪০ এর দশক থেকে ‘ডান্স অ্যান্ড মুভমেন্ট থেরাপি’-কে ‘সাইকোথেরাপি’-র একটি মাধ্যম হিসাবে ব্যবহার করার কথা ভাবা হয়।

এই ‘ডান্স অ্যান্ড মুভমেন্ট থেরাপি’ নিয়ে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হতে চলেছে একটি বিশেষ কোর্স। সাম্য ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে মিলিত হয়ে এই উদ্দ্যোগ নেওয়া হচ্ছে। সম্প্রতি এই বিষয়ে জানিয়ে একটি বিজ্ঞপ্তিও জারি হয়েছে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। এমনকি কোর্সটির জন্য আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। (JU Dance and Movement Therapy)

প্রধানত, ‘ডান্স অ্যান্ড মুভমেন্ট থেরাপি’-র এই সার্টিফিকেট কোর্সটি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মানসিক স্বাস্থ্যের উন্নতির উদ্দেশ্যেই চালু করা হচ্ছে। কোর্সটি ছয়মাসের সময় নিয়ে তৈরি। শুরু হবে এপ্রিল মাসে ও চলবে সেপ্টেম্বর মাস অবধি। প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার দুপুর তিনটে থেকে সন্ধ্যা ছ’টা অবধি হবে এই ক্লাস।

রয়েছে অনলাইনে ক্লাস করার সুবিধাও। অফলাইনে ক্লাস হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এডুকেশন বিভাগ এবং সাম্য ফাউন্ডেশনের গড়ফা মেন রোডের অফিসে। সব মিলিয়ে মোট ১০০ ঘন্টার ক্লাস হবে। এছাড়াও পড়ুয়াদের জন্য রয়েছে সাম্য ফাউন্ডেশনে ইন্টার্নশিপ করার সুযোগ।

শিক্ষাগত যোগ্যতা:

i) স্নাতক ডিগ্রি অর্জন করা যেকোনো ইচ্ছুক ব্যক্তি আবেদন করতে পারবেন।
ii) যাঁরা এখনো স্নাতক ডিগ্রি অর্জন করেননি কিন্তু অর্জনের পথে চলছেন অর্থাৎ স্নাতক স্তরে যাঁরা পড়াশোনা করছেন, তাঁরাও আবেদন করতে পারবেন।

অন্যান্য যোগ্যতা:

বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের বাবা-মা, পরিচারিকা/পরিচারক, বিভিন্ন ফিজিসিয়ান, থেরাপিস্ট, স্পেশ্যাল এডুকেটর, শিক্ষক এবং নার্স-সহ বিভিন্ন পেশাদাররাও আবেদন করতে পারেন।

কোর্স ফি:

কোর্স ফি বাবদ ২৫,৯৬০ টাকা ধার্য করা হয়েছে।

মোট শিক্ষার্থীর সংখ্যা:

সব মিলিয়ে মোট ৩০ জনকে এই কোর্সে ভর্তি নেওয়া হবে।

ইন্টারভিউ মোড:

ইন্টারভিউ হবে অনলাইনে।

আবেদনের শেষ দিন:

১৮ই মার্চ, ২০২৩ সাল।

ইন্টারভিউয়ের তারিখ:

২৫শে মার্চ, ২০২৩ সাল।

মেধাতালিকা প্ৰকাশের দিন:

৩১শে মার্চ, ২০২৩ সাল

ক্লাস শুরু হবে আগামী মাসের অর্থাৎ এপ্রিল মাসের ৮ তারিখ থেকে। আরো বিস্তারিত জানতে হলে চোখ রাখুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker