চাকরির-খবর

SSC Recruitment: গ্রুপ-সি শূন্যপদে প্রার্থী নিয়োগের ঘোষণা স্কুল সার্ভিস কমিশনের!

বর্তমান সময়ে চাকরিক্ষেত্রে দুর্নীতির জন্য চাকরি খোয়া গেছে বহু প্রার্থীর। এর মধ্যে গ্রুপ-সি এর ৭৮৫ জন প্রার্থীর চাকরি তথা সুপারিশপত্র বাতিল হয়েছে। এছাড়াও SSC সুপারিশপত্র না পেয়েও নিয়োগের অভিযোগে আরো ৫৭ জন প্রার্থীর চাকরি বাতিল হয়েছে। এবারে সেই সব শূন্যপদে ফের নিয়োগের ঘোষণা করলো SSC অর্থাৎ School Service Commission! সেই ঘোষণা নিয়েই বিশদে জানাতে আজকের এই প্রতিবেদন।

এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে অতি শীঘ্রই ওয়েটিং লিস্ট থেকে শূন্যপদে নিয়োগ করবে কমিশন। সেইমতো দ্রুত কাউন্সেলিংও শুরু হতে চলেছে। এই কাউন্সেলিং কবে কোথায় কিভাবে হবে সেসব তথ্য খুব তাড়াতাড়িই জানিয়ে দেওয়া হবে প্রার্থীদের।

কমিশনের তরফ থেকে স্পষ্টতই জানানো হয়েছে যে, ওয়েটিং লিস্টে যেসব প্রার্থীর নাম বর্তমান; তাঁদের মধ্যে কারো OMR শিটে যদি কোনোরকম কারচুপি ধরা পড়ে, তবে সেই প্রার্থীকে বাতিল করা হবে।

প্রসঙ্গত উল্লেখযোগ্য যে, এর কিছুদিন আগেই গ্রুপ-ডি এর কাউন্সেলিং-এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল SSC! তবে শীর্ষ আদালত এই নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশ জানানোয় সেই নিয়োগ আপাতত স্থগিত করা হয়েছে। এখন ফের গ্রুপ-সি এর প্রার্থীদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলেও তা কতটা কার্যকরী হবে, সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

-Written by Riya Ghosh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker