IACS-এ গবেষণা প্রকল্পে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন বিস্তারিত।
যাদবপুরে Indian Association for the Cultivation of Science – IACS-এ গবেষণা প্রকল্পে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। এক্সপেরিমেন্টাল কন্ডেন্সড ম্যাটার ফিজিক্স বিষয় নিয়ে কাজ করা হবে। Research Associate পদে নিয়োগ করা হবে এখানে।
IACS Recruitment 2023 এর শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification), বেতন(Salary), বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের তারিখ ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। আপনারা চাইলে অফিসিয়াল নোটিফিকেশনটি(Official Notification) ডাউনলোড করে সমস্ত বিষয়গুলি সম্পর্কে আরো বিশদে জেনে নিতে পারবেন।
Table of Contents
কোন পদে নিয়োগ করা হবে?
Research Associate পদে নিয়োগ করা হবে।
কোন বিষয়ে গবেষণা হবে?
এক্সপেরিমেন্টাল কন্ডেন্সড ম্যাটার ফিজিক্স বিষয় নিয়ে গবেষণার কাজ করা হবে।
কতদিনের জন্য নিয়োগ করা হবে?
প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিকভাবে ৬ মাসের জন্য নিয়োগ করা হবে। পরে কাজের ভিত্তিতে সময়সীমা বাড়ানো হবে।
আবেদনের শিক্ষাগত যোগ্যতা কি?
ফিজিক্স/ ন্যানটেকনোলজি /ন্যানোসায়েন্স বা এই সম্পর্কিত বিষয়ে PHD করা থাকতে হবে। থিসিস জমা দিয়েছেন, কিন্তু ডিগ্রি নেই এমন প্রার্থীরাও আবেদনের যোগ্য।
মাইক্রোইলেকট্রনিক ডিভাইস ফ্যাব্রিকেশন/ লো টেম্পারেচার ক্যারেক্টারাইজেশন অফ মাইক্রোইলেকট্রনিক ডিভাইস সম্পর্কিত কোনো কাজের অভিজ্ঞতা থাকলে সেই সমস্ত প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের পদ্ধতি কি?
Biodata এবং সমস্ত নথি বিজ্ঞপ্তিতে উল্লেখিত মেইল আইডিতে পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ কবে?
২৩ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন।
নিয়োগ সম্পর্কিত অন্যান্য তথ্য বিশদে জানতে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হবে।
Official Website: Click Here