চাকরির-খবর

মাসিক ৪৭০০০ টাকা বেতনে ISI কলকাতায় চাকরির সুযোগ, জানুন বিস্তারিত।

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি Indian Statistical Institute (ISI), Kolkata এর পক্ষ থেকে Research Associate পদে কর্মী নিয়োগের(ISI Recruitment 2023) একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেন্টার ফর সফট কম্পিউটিং রিসার্চে প্রার্থী নিয়োগ করা হবে। একটি গবেষণা প্রকল্পের জন্য এই নিয়োগ হবে। গবেষণা প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের সায়েন্স অ্যান্ড রিসার্চ ইঞ্জিনিয়ারিং বোর্ডের ‘ন্যাশনাল চেয়ার প্রজেক্ট’।

ভারতের যেকোনো রাজ্যের নাগরিক হলেই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা উপযুক্ত যোগ্যতাসম্পন্ন হলে শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন।

Indian Statistical Institute (ISI), Kolkata – তে Research Associate পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification), বেতন(Salary), বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের তারিখ ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। আপনারা চাইলে অফিসিয়াল নোটিফিকেশনটি(Official Notification) ডাউনলোড করে সমস্ত বিষয়গুলি সম্পর্কে আরো বিশদে জেনে নিতে পারবেন।

পদের নাম-

Research Associate

মোট শূন্যপদ-

মোট ৩ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

মাসিক বেতন-

প্রতিমাসে বেতন দেওয়া হবে ৪৭০০০ টাকা।

আবেদন শেষ-

24/0872023

বয়সসীমা-

সর্বোচ্চ ৩৫ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবশ্যিক যোগ্যতা-

ইলেকট্রনিক্স/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স/ ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি বা সম্পর্কিত বিষয়ে পিএইচডি থাকতে হবে।

কম্পিউটার প্রোগ্রামিংয়ের জ্ঞান এবং নামী জার্নালে প্রকাশিত গবেষণাপত্র থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি-

প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ করা হলেও পরবর্তীকালে কাজের ধরন দেখে মেয়াদ বাড়ানো হতে পারে। পাশাপাশি রিসার্চ এর যাবতীয় সুবিধা মিলবে।

আবেদন পদ্ধতি-

প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট, জন্মপঞ্জি এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলি একত্রিত করে একটি নির্দিষ্ট ইমেইল আইডিতে পাঠাতে হবে। অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আপনারা নির্দিষ্ট ইমেইল আইডিটি সম্পর্কে জেনে নিতে পারবেন। আগামী ২৪ আগস্ট এর মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।

Important Link-

Official Website: Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker